Home Football অস্কারের বিরোধিতায় ক্লাব পরিত্যাগ ক্লেইটোনের! সুপার কাপের আগে বজ্রাঘাত লাল হলুদ শিবিরে

অস্কারের বিরোধিতায় ক্লাব পরিত্যাগ ক্লেইটোনের! সুপার কাপের আগে বজ্রাঘাত লাল হলুদ শিবিরে

0

কলকাতা:- অবশেষ সমস্ত জল্পনার অবসান, ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান পতন। লাল হলুদ শিবির এর সাথে সম্পর্ক ছিন্ন হল ক্লেইটন সিলভা এর । বেশ কয়েকদিন ধরেই কোচ অস্কার ব্রুজ এর সাথে মানসিক সম্পর্ক ঠিক যাচ্ছিল না এই ব্রাজিলীয় স্ট্রাইকারের। অবশেষ ক্লাব এবং খেলিয়ারের তরফে থেকে সমস্ত সম্পর্কে দারি পড়ল। আজ ক্লাবের সোশ্যাল মিডিয়া থেকে এই বিষয়ের ব্যাপারে জানান হয়েছে। গোটা বছর তেমন ভাবে নিজের ছন্দে ছিলেন না ক্লেইতোন সেই কারণে আইএসএল জুড়েও দলের হয়ে তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি। কিন্তু সুপার কাপের আগে দলের সাথে জোরকদমে অনুশীলনে নেমেছিল এই সাম্বা দেশের তারকা। সুপার কাপের স্মৃতি চারণ করলে বোঝাই যায় আগের বছর সুপার কাপ জয়ের পেছনে একটা বিরাট ভূমিকায় ছিল ক্লেইটোন।

লাল-হলুদ শিবিরের কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ক্লেটনের ঝামেলা শুরু হয় রবিবার থেকে। চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ক্লেটনকে বদলি হিসেবে নামানো হয়। কোচ স্পষ্ট জানিয়ে দেন, নির্দিষ্ট পজিশনে খেলতে হবে ব্রাজিলীয় স্ট্রাইকারকে। কিন্তু এমন নির্দেশ মোটেই পছন্দ হয়নি ক্লেটনের। ৩০ সেকেন্ডের মধ্যে ম্যাচ ছেড়ে বেরিয়ে যান তিনি। শুধু তাই নয়, কোচকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন ক্লেটন।

এখানেই শেষ নয় গতকাল নববর্ষের সকালে লাল হলুদ মাঠেই অনুশীলনে নামেন ক্লেজটন সিলভা। কিন্তু সেখানেও আবারো ঘটনার পুনরাবৃত্তি। আবারো বাতানুবাদে জড়িয়ে যান অস্কার ও ক্লেইটন। অনুশীলনের মাঝেই তাকে থানামোর জন্যে গোটা দলকে ঝাপিয়ে পড়তে হয়। এরপরে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল শিরশকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন এটা একটি ভালো লক্ষণ, এরকম আগেও হয়েছে। তবে এবারে সমস্ত ইন্দ্রপতন।

আজ, বুধবার অনুশীলনে এলেও ক্লেটন সিলভাকে নামতে দেওয়া হয়নি। যার ফলে প্র্যাক্টিস গ্রাউন্ড থেকেই বাড়ি ফিরে যান তিনি। কয়েক মিনিটের মধ্যেই ক্লাবের তরফ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল, ক্লেটনকে ছেড়ে দেওয়া হল। লাল হলুদ সমর্থকদের নয়নের মনিকে নিয়ে রীতিমত উত্তাল সামাজিক মাধ্যম।

Exit mobile version