মোহনবাগান সুপার জাইন্ট আইএসএল এর লিগ টেবিলে দুই নম্বর স্থানে রয়েছে, গত মরশুমের মের মতো এই মরশুমেও লিগশিল্ড জেতার দৌড়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, কিন্তু সেই দৌড়ে আরো বেশ কিছু করা প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদের, তারই মধ্যে একদলের সঙ্গে আজ মোহনবান মুখোমুখি হতে চলেছে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়েন্ট বনাম উড়িষ্যায় এফসি। উড়িষ্যা এফসি কিন্তু ৭ ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করেছে।
খেলা শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে। দুই দলই একাধিক পাস দ্বারা প্রতিপক্ষের রক্ষণভাগের ভাঙন ধরনের চেষ্টা করে। ম্যাচের শুরুতে মোহনবাগানের রক্ষণভাগের খেলোয়াড় আসিস রায়ের করা ব্যাক পাস হাতে ধরে ফেলেন সবুজ মেরুনের গোলরক্ষক, যার ফলে উড়িষ্যা একটা ইনডাইরেক্ট ফ্রি কিক পেয়ে যায়। অপ্রত্যাশিত সুযোগ যেখান থেকে মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় হুগো বুমস ম্যাচের ৪ মিনিটের মাথায় উড়িষ্যা কে এক গোলে এগিয়ে নিয়ে যায়। তারপর সবুজ মেরুনের আক্রমণ ভাগ প্রচন্ড ক্ষিপ্র হয়ে ওঠে, উড়িষ্যা গোলরক্ষকের দোখ্যো না হলে প্রথমেই হয়তো মোহনবাগান এক গোলে এগিয়ে যেতে পারতো। দুই দলী নিজেদের মধ্যে বল রেখে নিজেদের আত্মবিশ্বাস ও বল পজিশন বাড়িয়ে নেয়। আক্রমণে তেজ ক্রমশ বাড়াতে থাকে, এর ফলে ম্যাচের ৩৬ মিনিটে একটি কর্নার থেকে আশা বলে মনবীর সিং হিড করে বল যালে জড়িয়ে দেয়। উড়িষ্যা ও বেশ কিছু ভয়াবহ আক্রমণ তুলে আনে তাদের উইঙ্গার এর সাহায্যে, শত চেষ্টার পরও কোন দলই প্রথমার্ধে তাদের দ্বিতীয় গোলটি তুলে আনতে পারে না।
দ্বিতীয় আর্ধের শুরু থেকে উড়িষ্যার আক্রমণ বেশ গুরুত্বপূর্ণ ছিল। সুযোগ তৈরি করেছিল তার লক্ষ্য সঠিক হলে দ্বিতীয় গোল চলে আসতেই পারতো, পাল্টা আক্রমণে মোহনবাগান ও তাদের প্রভাব বিস্তার করছিল, দ্বিতীয়র্ধ্বে দুই দলই একাধিক সুযোগ পায় তাঁদের দ্বিতীয় গোল তুলে জয় নিশ্চিত করার, বেশ ভালো আক্রমণের পরও লক্ষ্যের ঠাঁই থাকে না কোন দলেরই। দুই দলই একে অপরকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়। ম্যাচের দ্বিতীয়ারদের শেষে অনবরত আক্রমণ করা মোহনবাগান এবং পালটা আক্রমণে দুটি ওয়ান ই টু ওয়ান মিস করা উড়িষ্যা এস সি, দুই দলই একাধিক সুযোগ হারিয়েছে তাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার।
ম্যাচ শেষ হয় ১-১ গোল সমতায়।