Home Olympics প্যারিস অলিম্পিক্সের পদক পাওয়ার আশা শেষ ভিনেশ ফোগাতের ! রায় দিয়ে দিলো...

প্যারিস অলিম্পিক্সের পদক পাওয়ার আশা শেষ ভিনেশ ফোগাতের ! রায় দিয়ে দিলো CAS

0

কলকাতা: ভিনেশ ফোগাটের স্বপ্নভঙ্গ। ভারতও প্যারিস অলিম্পিক্স থেকে সপ্তম পদকটি পাচ্ছে না। ভিনেশের মামলার রায়দান ১৬ অগাস্ট হবে বলে জানিয়েছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত।কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট আজ অপারেটিভ ভার্ডিক্ট প্রকাশ করেছে। তাতেই স্পষ্ট হয়ে গেল ভিনেশকে অলিম্পিক্সের রুপো দেওয়া হবে না।

 

ভিনেশ ফোগাট মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগে অন্তত রুপোর পদক নিশ্চিত করে ফেলেছিলেন। কিন্তু ফাইনালের দিন সকালে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকে বলে জানা যায়। এরপরই তাঁকে ফাইনালে নামার অনুমতি দেওয়া হয়নি। তিনি পদক পাবেন না বলেও জানানো হয়।

 

ভিনেশ এরপর তাঁকে যে ডিসকোয়ালিফাই করা হয়েছে, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে যান। তাঁকে ফাইনালে নামার অনুমতি দেওয়া হোক, সেই আবেদন খারিজ হয়ে যায় শুনানির পর্যাপ্ত সময় হাতে না থাকায়।

 

গত ৯ অগাস্ট দুই পক্ষকে নিয়েই শুনানি চলেছিল। ভিনেশের আবেদন গৃহীত হয়েছিল ৮ অগাস্ট। প্রথমে ভিনেশের হয়ে শুনানিতে প্যারিস বারের প্রো বোনো আইনজীবীদের অংশ নেওয়ার কথা ছিল। পরে আইওএ-র ব্যবস্থাপনায় বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে ও বিদুশপৎ সিংহানিয়াও ভিনেশের পক্ষে শুনানিতে অংশ নেন ভার্চুয়ালি।

 

ভিনেশকে গত সোমবার অলিম্পিক্স ভিলেজ ছাড়তে দেখা গিয়েছিল। মঙ্গলবার তাঁর সকালে দেশে ফেরার সম্ভাবনার কথাও জানা যায়। যদিও পরে জানা গিয়েছে, ভিনেশ নাকি প্যারিসেই আছেন। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের রায় বেরোলেই তিনি দেশে ফিরবেন বলে স্থির করেছেন। এই পরিস্থিতিতে ভিনেশ কবে দেশে ফিরবেন তা নিয়ে ফের চর্চা শুরু হয়ে গেলো।

 

Exit mobile version