কলকাতা : ২০২৫ এর মেগা নিলামে একাধিক নতুন নিয়ম সংযোজন করা হয়েছে। তার সাথে পুরানো কিছু নিয়ম ফিরিয়েও আনা হয়েছে যা ফ্র্যাঞ্চাইজি গুলী কে মদত করবে বলে আশা করা হচ্ছে । তবে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি সমস্যায় পড়বে তা বলাই বাহুল্য। ব্রাভো র আগমন তিনি কিভাবে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এর সঙ্গে মিলে দল সাজান সেটা নিয়ে ইতিমধ্যেই প্রবল আগ্রহ ভক্ত দের মধ্যে।
*আবারও কী চ্যাম্পিয়ন দল গড়তে পারবে কলকাতা? উঠছে প্রশ্ন*।
এই রুলস গুলি সুবিধাওঠাবে,কলকাতা,হায়দ্রাবাদ, চেন্নাই এর মত দল গুলি। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা প্রথম থেকে আবেদন রাখছিল রাতে চারজনের বেশি সংখ্যক খেলোয়াড় তারা ধরে রাখতে পারে। সাথে হায়দ্রাবাদ সহ আরো বেশ কিছু দলের মালিকগণ এই আবেদন রেখেছিল। বিসিসি আই এর কাছে, সে অনুসারে এবারে পাঁচ জন খেলোয়াড় রিটেনশন সহ একটি আরটিএম কার্ড ব্যবহার করার অনুমতি পেল দলগুলি।
কেউ যদি পাঁচজন খেলোয়াড়ের কম জন রিটেন করে তাহলে তারা নিলামে একটিরও বেশি আর টি এম কার্ড নিয়ে বসতে পারে । ফলে কেকেআর তাদের চ্যাম্পিয়ন দল এর বড় নাম গুলো ধরে রাখবে । গম্ভীর নেই এই বারে, তবে ব্রাভো এসেছেন নতুন মেন্টর হিসাবে কাকে ধরে রাখবেন কাকে ছাড়বেন, নিলামে থেকে পুনরায় কে রিটার্ন হবেন নতুন কোনো নামে সংযুক্ত হচ্ছে কিনা অনেক কিছুই নির্ভর করছে ডিজে ব্রাভোর উপরে।
*কারা হতে পারেন নিলামের আগেই রিটার্ন লিস্টে তালিকা রইলো নিচে*-
১) শ্রেয়াস আ্ইআর ( ক্যাপ্টেন/ব্যাটসম্যান)
২) সুনীল নারীন (অল রাউন্ডার/ স্পিনার)
৩) আন্দ্রে রাসেল (অল রাউন্ডার)
৪) ফিল সল্ট (ব্যাটসম্যান/ উইকেট কিপার)
৫) রিঙ্কু সিং ( ব্যাটসম্যান)
৬) আর টি এম কার্ড ব্যবহার করে আনা হতে পারে ভরুন চক্রবর্তী কে ( স্পিনার)
*যে নাম গুলী রিলিজ হতে পারে* –
ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহামানুল্লা গুড়বাজ, সারফেন রাদারফোর্ড, শিখর ভরত, অংক্রিস রঘু বাংশি, মিচেল স্টার্ক, অনুকুল রয়, সুয়াশ শর্মা, চেতন সাকারিয়া, ভৈবব অরোরা, হর্ষিত রানা, রামনদীপ সিং, শাকিব হুসেইন, দুষ্মন্ত চামীরা, আল্লাহ গাজান ফার, মণীশ পান্ডে।
*যারা বাদ পড়তে পারে শাহরুখের দল থেকে*-
শিখর ভরত,দুষ্মন্ত চামীরা, আল্লাহ গাজান ফার,সারফেন রাদারফোর্ড , মণীশ পান্ডে এই নাম গুলী আমরা না দেখতেও পারি কেকেআর এর হয়ে খেলতে ২০২৫ আইপিএলে।
*নতুন কাদের টার্গেট করতে পারে চন্দ্রকান্ত পণ্ডিত, ডিজে ব্রাভো*-
জোফরা আরচার, মায়াঙ্ক যাদব, খলিল আহমেদ, রাভ্মান পাওয়েল, অনুজ রাওয়াত, মহসিন খান, সরফরাজ খান অন্যান্য আনক্যাপড খেলোয়াড়দের
পিছনেও যাবে কলকাতা।
নারিন ও রাসেল এর ব্যাকআপ খোঁজা সব থেকে বড় চিন্তার জায়গা কেকেআর এর জন্য দুজনে দলের খুবই গুরুতপূর্ণ অংশ তাদের বয়সের কথা মাথায় রেখে নতুন কোনো বড়ো নাম দলে নিতে চাইবে কলকাতা । কেকেআর কীভাবে নিলাম টি পরিচালনা করে সেটাই দেখার বিষয়। কোন কোন নতুন নাম আসবে করাই বা দলে থাকছে এখন সময়ের অপেক্ষা।