Home Football UCL 2024-25: রেড স্টারকে তাদের ঘরের মাঠে ৫ গোলের মালা পড়ালো বার্সেলোনা,...

UCL 2024-25: রেড স্টারকে তাদের ঘরের মাঠে ৫ গোলের মালা পড়ালো বার্সেলোনা, চোটের কারণে মাঠের বাইরে কুবারসি

0

কোলকাতা:- খেলার প্রথমার্ধ থেকে যেন আক্রমণের শিকার সার্বিয়া ক্লাব। বার্সেলোনার বিপক্ষে প্রথম থেকেই রক্ষণ বিভাগের উপর নজরদারি বেলগ্রেডের দলের। বার্সেলোনার দলে একাধিক বদল করেন কোচ হানসি ফিলিক, বায়ান মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দুটি কঠোর ম্যাপ যাওয়ার পরে বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়। নিজের চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে নামেন লেফটব্যাক মার্টিন এবং দলে প্রত্যাবর্তন করেছেন অধিনায়ক ফ্রায়নকি ডি জং।

খেলার প্রথমার্ধ থেকেই দু দিনের উইঙ্গ থেকে মুহুর্মুহু আক্রমণ করে বার্সেলোনা। কুন্ডে থেকে লামিন এবং মাঝ মাঠে পেদ্রি এর জাদুতে ব্যাকফুটে চলে যায় প্রতিপক্ষ। খেলার ১১ মিনিটের মাথায় প্রথম গোল আসে কাতালান শিবিরে চ্যাম্পিয়ন্স লিগে নিজের অভিষেক গোল করেন রক্ষণ বিভাগের অভিজ্ঞ খেলোয়াড় ইনিগো মার্টিনেজ। ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এর তবে গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্পেনের ক্লাব। প্রতি ম্যাচেই চড়াও হয়ে ডিফেন্স করছে বার্সেলোনা যার জন্য বহুবার প্রতিপক্ষকে অক্সাইড হতে হচ্ছে কিন্তু নতুন খেলোয়াড় মার্টিন এর আসার পর সেই অফসাইড কারসাজি ধরা পড়ে গেল বাট ২৭ মিনিটের মাথায় অনবদ্য ফিনিশের দৌড়ে গোল করে সমতায় ফিরল বেলগ্রেদের দল। সিলাস এর করা গোলে সমতায় ফেরে রেড স্টারবাড়ানো বলে হেড করে জালে বল জড়িয়ে দেন এই স্প্যানিশ তারকা।


তবে বারংবার একাধিক সুযোগ পায় বার্সেলোনা তবে সে সুযোগ সন্ধানী হতে পারেনি তাদের স্ট্রাইকাররা। ৪২ মিনিটের মাথায় রাফিনিয়ার করা দূরপাল্লা শট প্রতিপক্ষের গোলপোস্টের একেবারে কাছ থেকেই পায় লাগিয়ে এগিয়ে যায় বার্সা, গোল করেন পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেওয়ান্ডোস্কি। একাধিক সুযোগ এবং একটি দুর্দান্ত দুপক্ষের পারফরমেন্সের পরেই শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার তো শুরু না হতেই যেন এক অন্য ছন্দেহ বার্সেলোনা তিন মিনিটের মধ্যে পরপর দুটি গোল করে তারা। ৫২ মিনিটের মাথায় রবার্ট লেভান্ডোস্কি এর করা গোল এবং ৫৫ মিনিটে রাইট ব্যাক কুন্ডে এর বাড়ানো বলে দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে দেয় চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রাফিনহা

চার গুণের পরেও থেমে থাকে নি বার্সেলোনার আক্রমণ বিভাগ কার্যত বার্সেলোনা রাইট ব্যাক কুন্ডের জন্য আজ ছিল দারুন দিন, অ্যাসিস্ট এর হ্যাটট্রিক করেন কুন্ডে। ছিয়াত্তর মিনিটের মাথায় বার্সেলোনা হয়ে পঞ্চম গোল করেন বছর ১৯ এর ফার্মিন লোপেজ।
দুর্দান্ত ফর্মের মাঝামাঝি বড় ধাক্কা বার্সা শিবিরে, চোটের কারণে মাঠ ছাড়তে হলেও রক্ষণ বিভাগের ১৭ বছরের খেলোয়াড় পাউ কুবরসি কে। গুরুতরে চোট না হলেও সূত্র মারফত খবর পরবর্তী লা লিগার ম্যাচ অনুপস্থিত থাকতে পারেন তিনি যা বার্সেলোনার শিবির কে বেশ ভাবাচ্ছে।

Exit mobile version