Home Cricket Syed Mushtaq Ali Trophy 2024-25: অভিষেকের ব্যাটে ভর করে আবারো জয়ে ফিরলো...

Syed Mushtaq Ali Trophy 2024-25: অভিষেকের ব্যাটে ভর করে আবারো জয়ে ফিরলো বাংলা !

0

কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশ ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল বাংলা। সেই সুবাদে পয়েন্ট তালিকার দুইয়ে সুদীপ কুমার ঘরামির দল।আজ রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বাংলার জয় এলো ৬ উইকেটে। ৪৯ বল বাকি থাকতে ম্যাচ জেতায় নেট রান রেটও থাকল ভালো জায়গায়।

আজ টস জিতে ব্যাটিং নিয়েছিল মেঘালয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তারা তোলে ১২৭ রান। ২১ বলে সর্বাধিক ৩৮ রান করেন ল্যারি সাংমা। ৩৬ বলে ৩৭ রান করেন আরিয়েন সাংমা। উইকেটকিপার অর্পিত ভাটেওয়াড়ার সংগ্রহ ৩২ বলে ২৪।বাংলার সাত বোলার এদিন বল করেন। সায়ন ঘোষ ৩ ওভারে ২৫ ও প্রয়াস রায় বর্মণ ৩ ওভারে ২২ রান দিয়ে ২টি করে উইকেট নেন। ২ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ের। মহম্মদ শামি ৪ ওভারে ১৬ রান দিয়েও উইকেট পাননি।

জবাবে খেলতে নেমে বাংলা ১১.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৪ উইকেট খুইয়ে। ওপেনিং জুটি ভাঙে ৫.৪ ওভারে ৮০ রানে। সেখান থেকে স্কোর ৬.৫ ওভারে দাঁড়ায় ৪ উইকেটে ৮১। পঞ্চম ওভারের চতুর্থ ও শেষ বলে ৮০ রানে ২টি উইকেট পড়ে।এরপর সপ্তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দলগত ৮১ রানে আরও দুটি উইকেট পড়ে। অভিষেক পোড়েল ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩১ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। তিনিই ম্যাচের সেরার পুরস্কার পেলেন। অভিষেক পোড়েলকে রিটেন করেছে দিল্লি ক্যাপিটাল। সৈয়দ মুস্তাক আলিতে দুর্দান্ত ফর্মে বাংলার এই কিপার ব্যাটার। করণ লাল ১৬ বলে ৪২ রান করেন।

 

চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এদিন দ্বিতীয় অর্ধশতরানটি পেলেন অভিষেক। আইপিএলে দিল্লি ক্যাপিটালসে থাকা বাংলার উইকেটকিপার-ব্যাটার এর আগে মিজোরামের বিরুদ্ধে ৮১ রান করে ম্যাচের সেরা হন। আজ চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন।

Exit mobile version