Home Football ISL 2024-25: ইস্পাতনগরে ঘুরে দাঁড়াতে মরিয়া মহামেডান, চোট কাটিয়ে ফিরছেন আজদেই

ISL 2024-25: ইস্পাতনগরে ঘুরে দাঁড়াতে মরিয়া মহামেডান, চোট কাটিয়ে ফিরছেন আজদেই

0

কলকাতা:- প্রথমদিকে দুর্দান্ত শুরু করলেও বর্তমানে মোহামেডান স্পোর্টিং এর অবস্থা দুর্ভাগ্যজনক। সোমবার জামশেদপুরের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই লড়তে প্রস্তুত সাদা কালো শিবির। মোহামেডান স্পোর্টিংয়ের সামনে খালিদা জামিলের জামশেদপুর এফসি, প্রসঙ্গত দুদিকের দলকে নজরে রাখলে দেখা যাচ্ছে এই দুই দলই কার্যত একই রকম টানাপোড়নের অবস্থায় এই মুহূর্তে রয়েছে। একদিকে ঘরের মাঠে জামশেদপুর চাইবে হারের হ্যাট্রিক কে ভুলিয়ে একটি বড় ব্যবধানে জয় খোঁজবার। নর্থইস্ট ইউনাইটেড, মোহনবাগান সুপার জায়ান্ট এবং চেন্নাইয়ন এফসি বিরুদ্ধে পরপর পরাস্ত হয়েছে জামশেদপুর। এই অবস্থায় মোহামেডান চাইবে এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগাতে।

তবে শুধু এখানেই নয় মোহামেডান কোচের মাথায় রয়েছে একাধিক চিন্তা , চোট থেকে শুরু করে কার্ড জনিত সমস্যা। একদিকে যেমন জামশেদপুরের অবস্থা তেমন অপরদিকে মোহামেডানো দুরন্ত শুরুটিকে কাজে লাগাতে পারেনি। সোমবারের মহরনের আগে দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার অ্যালেক্সিস গোমেজ এবং কাশিমভকে কার্ড সমস্যার কারণে পাবে না তারা।

মোহামেডানের প্রথম থেকে একটি চিন্তা প্রথম দিকে লড়াকু ফুটবল খেললেও শেষ মুহূর্তে এসে গোল হজম করতে হয়। সাদাকালো শিবিরের কোচের মতে এই মুদ্রাদোষকেই উগড়ে ফেলতে চান তারা।। শেষ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচেও প্রথম ক্ষেত্রে এগিয়ে থেকেও পরপর দুটি গোল হজম করেছে মোহামেডান এবং যার ফলে ৩ পয়েন্ট হাতছাড়া হয়েছে তাদের কাছ থেকে । তাই জামশেদপুরের বিপক্ষে এই ভুলটি করতে চাইবে না মোহামেডান খেলোয়াড়েরা।

অপরদিকে খুশির খবরও রয়েছে মোহামেডান ক্যাম্পে, দীর্ঘ বিরতির পর চোট কাটিয়ে ফিরছেন রক্ষণ বিভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় জোসেফ আদ্জে । লিক টেবিলের দিকে নজর রাখতে দেখা যাচ্ছে মোট আট ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ইস্টবেঙ্গল এর থেকে ঠিক একটি স্থান উপরে অর্থাৎ দ্বাদশ তম স্থানে রয়েছে মোহামেডান।

এই ম্যাচে জয় আশা করছেন মোহামেডান কোচ এবং অন্যের ঘরের মাঠে ঘুরে বেড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন সমর্থকদের। তবে অপরদিকে জামশেদপুরের কোচ নিজেদের দলের পারফরমেন্স নিয়ে খুশি নন।

Exit mobile version