Home Football ISL 2024-25: আনোয়ার কান্ডে শুনানি স্থগিত, ডার্বিতে লাল হলুদ জার্সিতে দেখা যাবে...

ISL 2024-25: আনোয়ার কান্ডে শুনানি স্থগিত, ডার্বিতে লাল হলুদ জার্সিতে দেখা যাবে তারকাকে

0

আইএসএলে পরপর চারম্যাচে হারের পরে শনিবার যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গলে সামান্য স্বস্তি। কারণ সোমবার এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আনোয়ার আলিকে নিয়ে শুনানি করতে পারল না। ফলে ডার্বিতে লাল হলুদ জার্সিতে খেলতে পারবেন দেশের অন্যতম সেরা এই ডিফেন্ডার।গত কয়েক মাস ধরে প্লেয়ার্স
স্ট্যাটাস কমিটি বারবার সভা পিছিয়েদিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না। ৬ অক্টোবর সভা স্থগিত হয়েছিল আনোয়ার আলির আইনজীবী চিকিৎসার জন্য উপস্থিত থাকতে পারবেন না, সেটা জানানোয়। সে দিন এই কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, কারও অনুপস্থিতির কথা আর ১৪ অক্টোবর মানা হবে না। এই সভাতেই আনোয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এ দিন এই মামলায় জড়িত দিল্লি এফসির আইনজীবী হাজির না হওয়ায় শুনানি ফের পিছিয়ে ২২-২৩ অক্টোবর করা হয়েছে।
আনোয়ারকে ডার্বিতে পেলেও ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর কলকাতা আসা নিয়ে সংশয় কাটেনি। তাঁর ভিসা সমস্যা এখনও মেটেনি। ক্লাব ম্যানেজমেন্ট তৎপর ডার্বিতে তাঁকে ডাগ আউটে রাখার। সশরীরের হাজির না থাকলেও শোনা যাচ্ছে ভার্চুয়ালি ব্রুজো টিমের ফুটবলার ও কোচিং স্টাফদের সঙ্গে ডার্বি নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাঁর নির্দেশেই কোচিং করাচ্ছেন স্টপগ্যাপ কোচ বিনো জর্জ। ডার্বির আগে ইস্টবেঙ্গলের যাবতীয় চোট আঘাত সমস্যা মিটে গিয়েছে।
মোহনবাগানের চিন্তা আবার এই চোট আঘাতেই। সোমবার প্র্যাক্টিসে দেখা গিয়েছে মাঠের বাইরে রিহ্যাবে ব্যস্ত স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেস ও সাহল। রদ্রিগেসের বদলে কোচ মোলিনা তৈরি রাখছেন সপ্তম বিদেশি পর্তুগালের নুনো রেইসকে।

Exit mobile version