Home Football ISL 2024-25: আই এস এল এ প্রথম জয় খুঁজতে কাল যুবভারতীতে...

ISL 2024-25: আই এস এল এ প্রথম জয় খুঁজতে কাল যুবভারতীতে নামতে চলেছে ইস্টবেঙ্গল, এএফসির ভাগ্য কি মহামেডানের বিপক্ষেও কাজে আসবে?

0

কলকাতা:- একের পর এক হার গত বছরের পর এ বছরেও যেন জয়ের চাকা ঘুরছে না ইস্টবেঙ্গলের। মাঝপথেই কোচ বদল বিনিয়োগকারীদের মুখেও গ্লানির সব মিলিয়ে যেন ফাপড়ে পড়েছিল লাল-ঘুর শিবির। তবে ইতিমধ্যেই অনেকটা ঘুরে দাঁড়িয়েছে তারা এশিয়ার মঞ্চে নজর কারা ফুটবল খেলেছে অস্কারের দল । দলে একাধিক বদল এবং খেলোয়াড়দের পুরনো ছন্দ আস্তে আস্তে কেন ফিরে আসছে কিন্তু কাল বিপক্ষে কলকাতার আরেক প্রধান ।

কাল নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল এর বিপক্ষে খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং, তাদেরও যে তথাকথিত অবস্থা খুব ভালো এমনটা নয়, লিগ টেবিলে ঠিক ইস্টবেঙ্গল এর উপরের স্থান তাদের। প্রথমদিকে ভালো করে শুরু করলেও পরপর তিন ম্যাচে কঠিন হার যেন তাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে।


তবে এশিয়ার মঞ্চে দুর্দান্ত পারফরমেন্সের পরেই আগামীকালের ম্যাচে কোথাও গিয়ে যেন এগিয়ে রয়েছে লাহুল শিবির তবে এখনই বিপক্ষকে লঘু করে দেখছেন না ইস্টবেঙ্গলের প্রিন্সিপাল। অস্কার বলেছেন‘মহমেডান দলে কাসিমভ, ফ্রাঙ্কা, অ্যালেক্সি গোমেজের মতো খেলোয়াড় আছে। ওদের দলটা বেশ ভালো। আমাদের সতর্ক থাকতে হবে। কলকাতা ডার্বি সম্মানের। আমাদের দল এখন বেশ ব্যালান্সড। তারপরও বলব রক্ষণেও বিশেষ নজর রাখতে হবে।’

তবে খেলার দিকে মন দিলে দেখা যাবে বাড়তি অনুশীলনে কোথাও যেন একটু এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই তাদের নিজের ঘরের মাঠে কার্যত সমর্থকদের থেকে লুকিয়ে অনুশীলন সেরেছেন তারা । কাল যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ড থেকে উঠল দুটি চিত্র একদিকে লাল হলুদ জোর দিচ্ছে তাদের আক্রমণে অপরদিকে মহামেডান এর ভরসা রক্ষণ বিভাগ।

ইস্টবেঙ্গলের নতুন কোচ আসবার পর থেকেই ইস্ট বেঙ্গলের খেলোয়াড়দের মধ্যেই একটি আত্মবিশ্বাস বরাবরই পূর্ণ। তাই আগামীকালের ম্যাচ কে বাড়তি গুরুত্ব দিচ্ছে দল আইএসএলেই মৌসুমে টানা ছটি ম্যাচ হারবার পরে কাল নিজেদের প্রথম জয় খুঁজতেই মরিয়া তারা এই মুহূর্তে ১৩ নম্বর স্থানে রয়েছে তারা শনিবার মহামেডানের বিরুদ্ধে জিততে না পারলে এশিয়ার মঞ্চে পরপর তিনটি জয় কার্যতম মূল্যহীন হয়ে যাবে সেটাই বোঝা যাচ্ছে।

তবে অপরদিকে সাদা কালো শিবিরেও রয়েছে বেশ কয়েকটি ধাক্কা পরপর তিনটি ম্যাচ পরাস্ত হবার পরে তাদের আত্মবিশ্বাস একেবারে তলানিতে তার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে রক্ষণের অন্যতম খেলোয়াড় জোসেফের চোট পাওয়া এমনকি গোলরক্ষক
ছেত্রী এর ওপর থেকেও নাকি ভরসা হারিয়েছে কর্তৃপক্ষ । তাদের দরকার এখন গোটা তিনটি পয়েন্ট ।এবং সে তিনটি পয়েন্টের আশাতেই যুবভারতীতে লড়াই।

Exit mobile version