Home Football ISL 2024-25: লাল হলুদের নয়া টার্গেট উজবেকিস্তানের ডিফেন্ডার, দল ছাড়তে পারেন...

ISL 2024-25: লাল হলুদের নয়া টার্গেট উজবেকিস্তানের ডিফেন্ডার, দল ছাড়তে পারেন হেক্টর ও হিজাজি

0

কলকাতা:- ইস্টবেঙ্গলে আসতে চলেছেন উঠবেকিস্তানের ডিফেন্ডার? আনোয়ার আলী ও হেক্টরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন এই উদ্বেগ ডিফেন্ডার? দল গঠনের ওপর ভরসা করে তবে কি হিজাজী মাহেরকেই পাকাপাকিভাবে বিক্রির কথা ভাবছে ইস্টবেঙ্গল! ইস্টবেঙ্গলের রবসন রবিনহো এর সাথে চুক্তিকে ঘিরে এখনো বেশ ধোঁয়াশা রয়ে গিয়েছে এর মাঝেই আবার নতুন এক তারকা ফুটবলারকে নিয়ে রীতিমতো সরগরম ময়দান। কে এই নতুন ডিফেন্ডার আসুন চিনে নেওয়া যাক,

দল গঠন এবং ইস্টবেঙ্গল এই দুটো যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গত মৌসুমে পরপর তিনটি বড় সাইনিং। কেরালা ব্লাস্টার্স থেকে যৌথভাবে লাল হলুদ বাহিনীতে যোগদান করলো ডিফেন্সিভ মিডফিল্ডার যিকসন এবং দলের নতুন স্ট্রাইকার দিমিত্রি। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান থেকে আনোয়ার আলীকেও দলে ভেড়ালো ইস্ট বেঙ্গল। একাধিক হাইপ্রোফাইল ফুটবলাররা গতম মৌসুমে একে একে যোগ দিয়েছিল লাল হলুদের সাথে, তবে ফলাফল নেই।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পরাজয় থেকে শুরু করে বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে হতাশা জনক ফলাফল এইসবের পরে একাধিক পুরনো দলের খেলোয়াড় কে বাদ দেওয়ার কথা ভাবছে ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ। এবং তার মধ্যে সবথেকে বড় নাম রক্ষণ বিভাগের তারকা হিজাজী মাহের। দলে নতুন কোচ অস্কার জায়গা করে নেওয়ার পর থেকেই কিছুটা হলেও পরিবর্তন দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গল এ নয় জন খেলোয়াড় নিয়ে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে লড়াকু ফুটবল খেলে পয়েন্ট ভাগাভাগি করবার পর থেকে নর্থ ইস্ট এর বিরুদ্ধে একটি অত্যাধুনিক জয়। দল কিছুটা হলেও ঘুরে দাঁড়াচ্ছে।

তবে এই মুহূর্তে হেক্টর এবং হিজাজীকে নিয়ে দোটানায় রয়েছেন কোচ অস্কার দুজনের পারফরমেন্সই সমালোচনার মধ্যে পড়ছে। সূত্র মারফত খবর হেক্টরের পরিবর্তন হিসেবেই দলে আসতে চলেছেন উজবেকিস্তানের অভিজ্ঞ ডিফেন্ডার।
বিশেষত হেক্টর কে নিয়ে ভাবছে ইস্ট বেঙ্গল , আসন্ন শীতকালীন ট্রান্সফার উইন্ডোতেই তাকে রিলিজ করার কথা ভাবছে কর্তৃপক্ষ।

নজরে রয়েছে উজবেকিস্তানের অভিজ্ঞ ডিফেন্ডার ববুরবেক উলদাশভ। এই মুহূর্তে তাসখন্দ ক্লাবের হয়ে খেলছেন ৩১ বছর বয়সি সেন্টার ব্যাক। ঠিক করে থেকে কিছুটা হলেও বয়সে অনুজ এই রক্ষণ বিভাগের তারকা এমনকি তার শারীরিক গঠন এবং পারফরম্যান্স এই মুহূর্তে দুটোই অনেকটা উপরে। ক্লাবের হয়ে এই মুহূর্তে 11 টি ম্যাচের দুটো গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।

চুক্তি বিষয়ক কথা বলা যায় তবে বলাই বাহুল্য এখনো অব্দিদার চুক্তি কিন্তু শেষ হয়নি তবে ইস্টবেঙ্গলের কড়া নজর রয়েছে এই খেলোয়াড়ের দিকে।

Exit mobile version