Home Football ISL 2024-25: “বিশ্বকাপে খেলেছি তবে কলকাতা ডার্বির মতন পরিবেশ আমি দেখিনি” –...

ISL 2024-25: “বিশ্বকাপে খেলেছি তবে কলকাতা ডার্বির মতন পরিবেশ আমি দেখিনি” – প্রথম ডার্বিতে গোল করে আবেগপ্রবণ জিমি ম্যাকলরেন, ইস্টবেঙ্গলকে নিয়ে ভাবছেন না গ্রেগ স্টুয়ার্ট

0

কলকাতা:- খেলার স্তর বেশ ভিন্ন তবে ফলাফল আবারও এক। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম শনাক্তকরণ এই সবকিছুর মাঝেও যেন কলকাতায় এসে আবেগপ্রবণ হয়ে গেলেন জিমি ম্যাকলারেন। পরপর দুটো ডার্বি জয়, প্রথমে মহামেডান ফের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং দুই ম্যাচেই বাগানের ত্রাতা অস্ট্রেলিয়ার জিমি।

অপরদিকে প্রাক্তন মুম্বাই তারকার দৌরাত্বে রীতিমত উত্তাল ইস্টবেঙ্গল রক্ষণভাগ। দুটি ডার্বিতে পরপর সেরার শিরোপা জয় গ্রেগের সঙ্গে ইস্টবেঙ্গলকে খানিক খোঁচা দিলেন এই তারকা। ইস্টবেঙ্গল কে পরাস্ত করবার পরে সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি বলেন যে ইস্টবেঙ্গলকে আর বাকি ৫ টা দলের মতোই দেখেন তিনি।

ম্যাচের শেষে কলকাতা ডার্বি নিয়ে রীতিমত আবেগতাড়িত হয়ে পড়েন জিমি তিনি বলেন “আমি ভারতের সেরা দলে খেলি। আমি বিশ্বকাপেও খেলেছি, কিন্তু ডার্বির মত পরিবেশে খেলাটা সত্যিই দারুণ। সমর্থকদের হাসি মুখে বাড়ি ফেরাতে পেরে ভাল লাগছে।”

এছাড়াও বলেন ‘আমি দলকে জেতাতে চাই, ট্রফি জিততে চাই।

আমরা গোটা গেম কন্ট্রোল করেছি, মিডফিল্ড আমাদের দখলে ছিল। ম্যাচের সঙ্গে সঙ্গে আমরা বেটার হচ্ছি। তবে আমার বিশ্বাস আমরা এর থেকেও ভাল খেলব। আমাদের আরও উন্নতি করতে হবে।’

অর্থাৎ পরপর দুই ডার্বি জয় করে রীতিমত আত্মবিশ্বাসী বাগান বাহিনী, অপরদিকে টেবিলের একেবারে শেষে রয়েছে ইস্টবেঙ্গল।

Exit mobile version