Home Football ISL 2024-25: ছয়টি ম্যাচের পরেও জয়ের স্বাদ এখনও পেলনা ইস্টবেঙ্গল, প্রাক্তন মোহনবাগানীর...

ISL 2024-25: ছয়টি ম্যাচের পরেও জয়ের স্বাদ এখনও পেলনা ইস্টবেঙ্গল, প্রাক্তন মোহনবাগানীর করা গোলে ছন্দপতন

0

কলকাতা:— আইএসএলে কেটে গেছে পরপর ছটি ম্যাচ কিন্তু এখনো জয়ের স্বাদ পায়নি, লাল হলুদ শিবির। গতবছর কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপ জয় ইস্টবেঙ্গলের। এবছর দলকে আরো ঢেলে সাজিয়েছে তারা তবুও ঝুলি শুন্য লাল হলুদের।

কলিঙ্গর মাঠেই প্রাক্তন মোহনবাগান তারকা রয় কৃষ্ণার গোলে ছন্দপতন অস্কারের দলের। নতুন কোচ হিসাবে দলে পুরোপুরি দায়িত্ব নিয়েছেন কোচ অস্কার ব্রুজো, তবে কোচ বদলালেও দলের ভাগ্য যেন এখনো তলা নিতে। পরপর ছ টি ম্যাচ হেরে লীগ টেবিল এর একেবারে নিম্নে অবস্থান করছে মহেশরা।

ইস্টবেঙ্গলের খেলায় যেন অন্যান্য খেলার তুলনায় আত ছিল একটা ধনাত্মক দিক, নতুন কোচের আশায় হারানো আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে পেয়েছে তারা। ম্যাচের প্রথম দিকেই কার্যত আত্মবিশ্বাসী ছিল দল খেলার দু মিনিটের মাথায় সাউল এর করা গোলকে অফসাইড ঘোষণা করা হয়। তবে তার পর থেকে তেমন কিছু করে উঠতে পারেনি নতুন ইস্টবেঙ্গল । ৭৫ মিনিটের মাথায় ইস্ট বেঙ্গলের মাথায় বজ্রপাত লাল কার্ড দেখলেন লেফটব্যাক প্রভাত লাকরা।

প্রথমে ওড়িশার হয়ে গোল করেন প্রাক্তন মোহনবাগান খেলোয়াড় রয় কৃষ্ণ তবে কেরালা ব্লাস্টার্স থেকে চড়া দামে ইস্টবেঙ্গলের সই করা স্ট্রাইকার এর মধ্যে যেন আজ নতুন আগুন সঞ্চার হল। প্রথমার্ধের সংযুক্ত সময় পেনাল্টি থেকে গোল করলেন দিয়ামনতাকস , সমতায় ফিরে লাললুদ শিবির।

তারপর থেকে যেনো আরো চড়ে খেলতে শুরু করে সার্জিও লোবেরার দল।
ইস্টবেঙ্গলের রক্ষন ভাগের একাধিক ভুল লক্ষ্য করেই চেলে দিলেন নিজের মাস্টার্স্ট্রক।

৬৯ মিনিটের মাথায় জহুর করা ফ্রিকিক এর জেরে মুর্তাদ এর করা গোলে ঘরের মাঠে সহজ জয় পায় ওড়িশা।

দ্বিতীয় গোল খাওয়ার পর থেকে যেন আরও ভঙ্গুর হয়ে যায় ইস্টবেঙ্গলের রক্ষণ বিভাগ আনোয়ার থেকে হিজাবই খেলোয়াড়ের মধ্যে বোঝাপড়ার অভাব দৃষ্টিকটু হয়ে দাঁড়িয়েছিল সমর্থকদের জন্য।

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেও লাভের লাভ শেষ মুহূর্তে এসে কোন লাভের লাভ হলো না লালুর শিবিরের ছটি ম্যাচে পরপর ছটি হাড়ের ফলে লিগ টেবিলে একেবারে তলানিতে ইস্টবেঙ্গল।

Exit mobile version