Home Football ISL 2024-25: ” কাল নতুন ইস্টবেঙ্গলকে দেখা যাবে..” নর্থইস্ট লড়াইয়ের...

ISL 2024-25: ” কাল নতুন ইস্টবেঙ্গলকে দেখা যাবে..” নর্থইস্ট লড়াইয়ের আগেই হুঙ্কার অস্কারের, প্রথম জয় খুজতে কাল মাঠে নামবে লাল হলুদ বাহিনী

0

কলকাতা:- কাল পাহাড়ের দল নর্থইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ইস্ট বেঙ্গল। গত ম্যাচ ে কলকাতা প্রধান মোহামেডান এর বিরুদ্ধে নজরে খেলে এক পয়েন্ট পেয়েছিল দল এবং সেই ম্যাচের পর থেকেই আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া ইস্টবেঙ্গলের। সেই ম্যাচের পর খুশি কোচ অস্কার তবে কাল খেলার ভঙ্গিমা যেন একটু হলেও পাল্টাতে হতে পারে লাল হলুদ বাহিনীকে। কারণ অপরপক্ষে রয়েছেন এই বছরে ডুরান্ড কাপ বিজয়ী দল নর্থইস্ট ইউনাইটেড, যারা নিজেদের আইএসএল শুরু করেছে স্বয়ং কলকাতার মাঠে। তবে নিজেদের প্রথম জয়ের খোঁজেই এখনো মরিয়া ইস্টবেঙ্গল, কাল যুবতীতে হাইল্যান্ডারদের হারিয়ে ৩ পয়েন্ট পেতে চায় অস্কারের দল।

গত ম্যাচ ে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে এক লড়াক ু ফুটবল খেলেছিল অস্কারের দল ।কার্যত মহেশ ও নন্দকুমার এর লাল কার্ড দেখার পর নয় জনকে নিয়েই ম্যাচটিকে ড্রয়ের পরিস্থিতিতে নিয়ে যেতে পেরেছিল তারা। কিন্তু কাল পরিস্থিতি অন্য প্রতিপক্ষের শক্তি হয়তো অনেক বেশি।

ইস্টবেঙ্গলের সবচেয়ে দুর্বল জায়গা তাদের রক্ষণ বিভাগ আনোয়ারালি ও হেক্টরের মতো প্লেয়ার থাকা সত্ত্বেও গত চার ম্যাচে মোট 12 টি গোল হজম করেছে তারা তবে গত ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে ৯ জনকে নিয়েই এক পয়েন্ট ছিনিয়ে নেয় লাল হলুদ। কাল যুবভারতীর মঞ্চে আক্রমণ ভাগে লক্ষ্য রাখলেও নিজেদের রক্ষন বিভাগ নিয়েও যথেষ্ট সজাগ থাকতে হবে আনোয়ারদের। অপর পক্ষে নর্থ ইস্ট ইউনাইটেডের আক্রমণ বিভাগ প্রশংসনীয় তাই তাদের বিপক্ষে কতটা লড়াই করতে পারবে ইস্টবেঙ্গলের রক্ষণ সেটাও প্রশ্নচিহ্ন রাখে। নর্থইস্টের বর্তমান অবস্থার দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে কাল লড়াইটা সোজা হবে না তাদের সাম্প্রতিক পারফরম্যান্স আকাশছোঁয়া।

গত চারটি ম্যাচেই এখন অব্দি অপরাজিত বেনালির দল। মোট চার ম্যাচে ২১ টি গোল করেছে তারা যার মধ্যে মরক্কোর ফরওয়ার্ড আল দিন আজারি স্বয়ং এগারোটি গোল করেছেন। মরক্কোর বংশোদ্ভূত এই ফরোয়ার্ডকে ঘিরে রীতিমতো চাপানো তোর চলছে আইএফএলের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি তাই কাল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঠিক কোন রঙে থাকবেন আলাদিন সেটা কিন্তু বেশ ভাবাচ্ছে হেড স্যার অস্কার কে।

তবে আক্রমণ বিভাগ যেমন সুদৃঢ ় ঠিক তেমনি কোথাও গিয়ে যেন দুর্বলতা তাদের রক্ষণ বিভাগ ২১ গল দিলেও ১৫ গোল খেয়েছেন তারা। তাই ইস্ট বেঙ্গলের ফরোয়াররা যদি নিজেদের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করে তবে কিন্তু গোলের সন্ধান পেতে পারে।

কোচ অস্কার আজ সাংবাদিক সম্মেলনে বলেছেন :-
‘কাল আমরা আক্রমণে খুবই ধারালো একটা দলের বিরুদ্ধে খেলব। ওরা ন’টি ম্যাচে ২১ গোল করে এখন লিগ টেবলের তিন নম্বরে রয়েছে। এতেই প্রমাণিত হয় প্রতি ম্যাচেই যথাসম্ভব বেশি গোল করাটাই ওদের প্রধান লক্ষ্য। তবে ওরা গোল খেয়েছেও অনেক (১৫)। প্রথম চারটি দলের মধ্যে সবচেয়ে বেশি গোল খেয়েছে নর্থইস্টই। ওদের গোল করার অনেক ক্ষমতা রয়েছে ঠিকই। কিন্তু ওদের রক্ষণে ফাটল খুঁজে বের করাটা খুব একটা কঠিন কাজ নয়। ”

কোচ অস্কারের আসবার পর থেকে দলের মধ্যে পারফর্মেন্স এবং আত্মবিশ্বাস এই দুটোরই আগুন কিছুটা হলেও জ্বলেছে তবেই নতুন হেড স্যারের হাত ধরে কতদূরে যেতে পারবে ইস্টবেঙ্গল। সেটা কিন্তু সাম্প্রতিক ভাবে এখনো বোঝা ওঠা কষ্টকর।

Exit mobile version