Home Football ISL 2024-25: ইস্টবেঙ্গলের সামনে ওড়িশা চ্যালেঞ্জ, ছন্দে ফিরতে মরিয়া ব্রাজিলিয়ান তারকা

ISL 2024-25: ইস্টবেঙ্গলের সামনে ওড়িশা চ্যালেঞ্জ, ছন্দে ফিরতে মরিয়া ব্রাজিলিয়ান তারকা

0

কোলকাতা:- বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি, ওড়িশা এফসি এগারো ম্যাচ 16 পয়েন্ট নিয়ে লিগ টেবিল এর ৫ নম্বর স্থানে আছে, অন্যদিকে ইমামি ইস্টবেঙ্গল এসসি নয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১ নম্বর স্থানে রয়েছে। ওড়িশা এফসি তাদের শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসি মোট দলের সঙ্গে ড্র করে আসছে, এবং অন্যদিকে ইস্টবেঙ্গল এসি কিন্তু তাদের শেষ দুই ম্যাচে নর্থইস্ট এবং চেন্নাই এর মধ্যে দলকে পরাজিত করে আসছে।

মনোবরলর দিক থেকে বেশ শক্তিশালী হলেও খাতায়-কলমে কিন্তু অনেকটাই পিছিয়ে অস্কার ব্ররুজনের দল। গত ম্যাচে ইস্টবেঙ্গল এফসির গুরুত্বপূর্ণ দুই প্লেয়ার কে এনজিওড হতে দেখা গেছে, দিয়ামানতাকস ও সাউল ক্রেসপো কে, অর্থাৎ আজকের প্রথম একাদশ সাজাতে হবে এই দুই গুরুত্বপূর্ণ বিদেশি কে ছাড়াই। এবং সে দিক থেকে দেখতে গেলে ওড়িশা এফসির সমস্যা অনেকটা একই জায়গায় কয়েকটা ম্যাচ আগে ই তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় জয় কৃষ্ণ কিন্তু এনজিওরড হয়েছিলেন যেখানে তিনি পুরো মৌসুমের জন্য দল থেকে ছিটকে গেছেন। আজকের ম্যাচের দেখার পালা প্রথম একাদশে দিয়ামানতাকস ও সাউল ক্রেসপোর কি পরিবর্তন হয়, এবং ক্লেটন সিলভা যদি প্রথম দলে থাকেন তিনি ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আজকের ম্যাচে! অন্যদিকে দিয়েগো মরিসিও এবং আনোয়ার আলীর মধ্যে কিন্তু এক অসাধারণ লড়াই দেখার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version