Home Cricket Domestic ৮ বছরের খরা কাটিয়ে সন্তোষ ট্রফি বাংলায়, মোহনবাগান ক্লাবে সংবর্ধনা জানানো হলো...

৮ বছরের খরা কাটিয়ে সন্তোষ ট্রফি বাংলায়, মোহনবাগান ক্লাবে সংবর্ধনা জানানো হলো বাংলার ফুটবলারদের 

0

কোলকাতা: দীর্ঘ ৮ বছরের খরা কাটিয়ে সন্তোষ ট্রফি আবার বাংলায় ফিরলো। তাদের কে ঘিরে যেনো সংবর্ধনা থামছেই না। চেতলা অগ্রণী, ভবানীপুর ক্লাব, ইস্ট বেঙ্গল এবারে মোহনবাগান ও অভ্যর্থনা জানালো। বহু প্রাক্তন তারকা খেলোয়াড় ও বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সন্তোষ জয়ী খেলোয়াড়েরা উপস্থিত ছিলো আজকের সংবর্ধনা অনুষ্ঠানে।

সন্তোষ জয়ী খেলোয়াড়দের কে নিয়েই মোহনবাগান এর ক্লাবে অজকের অনুষ্ঠানটি সারলো। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ সঞ্জয় সেন, প্রাক্তন তারকা খেলোয়াড় প্রসূন ব্যানার্জি, সৈয়দ নাঈম উদ্দিন, প্রদীপ চৌধুরী, সাবির আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া দেবাশীষ দত্ত, সীরীঞ্জিত বসু, কুণাল ঘোষ, ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবাই নিজেদের আবেগ প্রবন বক্তব্য রেখেছেন বাংলার ছেলেদের হয়ে।

সন্তোষ ট্রফির ফাইনালে কেরালা কে ১-০ গোলে পরাস্ত করেছে বাংলা। এবারে লক্ষ্য এভাবে এগিয়ে চলো। অরূপ বিশ্বাস তার বক্তব্য বলেছেন, বাংলার বাংলা থেকে যখন বেশি পরিমাণে ফুটবলার তৈরি হবে তখনই আগের পজিশন এ যাবে ভারত। কুণাল ঘোষ ও বেশ আবেগপ্রবণ ছিলেন বাংলার জয় নিয়ে কুনাল বক্তব্য বলেন মোট ৯০ জন খেলোয়াড় কে চাকরি দেওয়ার চিন্তাভাবনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর ফলে ফুটবলের আরো বেশি আগ্রহ দেখাবে ভালো খেলার জন্য।প্রসূন ব্যানার্জি ও বাংলার দল কে শুভেচ্ছা বার্তা জানালেন তাছাড়া মোহনবাগানের পতিতার যে ভালোবাসা সেটাও তিনি নিজের বক্তব্য ব্যক্ত করেছেন।

এক কথায় বলা যায় বাংলার দলের এই জয় বাঙ্গালীদের কে এক আবেগে ভাসিয়েছে। সমস্ত সন্তোষ জয়ী খেলোয়াড়দেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। তাছাড়া সবার জন্য মোহনবাগান ক্লাব পাঁচ লাখ টাকা বরাদ্দ করেছেন পুরস্কার মানি হিসাবে।

Exit mobile version