Home Football ৫ গোল দিয়ে ডুরাণ্ড অভিযান শুরু করলো ওড়িশা এফসি

৫ গোল দিয়ে ডুরাণ্ড অভিযান শুরু করলো ওড়িশা এফসি

0

দুর্দান্ত ফুটবল খেলে ডুরাণ্ড অভিযান শুরু করলো ওড়িশা এফসি। কার্যত রিজার্ভ দল নামিয়েও আজ কোকরাঝাড়ের সাই এসটিসি স্টেডিয়ামে বর্ডার সিকিউরিটি ফোর্সকে ৫ গোলের মালা পরালো ওড়িশা। প্রথমার্ধে ওড়িষা গোলের দরজা খুলতে না পারলেও দ্বিতীয়ার্ধে শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ গড়ে তোলে ওড়িষা । ম্যাচের ৫০ মিনিটে রাহুল গোল করে দলকে এগিয়ে দেন। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আফাওবা। দু’মিনিট পরেই গিবসন নিজের প্রথম ও দলের তৃতীয় গোলটি করেন। ৭৮ মিনিটে ব্যবধান বাড়ান রোশন। পরের মিনিটেই নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৫-০ গোলে জয় এনে দেন গিবসন। এই জয়ের ফলে গ্রুপ শীর্ষে পৌঁছে গেলো ওড়িশা।

Exit mobile version