রোহিত মিস্ত্রি:- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো , নামটা শুনলেই অনেকের কাছে একটা আবেগ আবার অনেকের কাছেই চোখের বিষ। একটা কথা বলা বাহুল্য, রোনাল্ডো যতটা ভালোবাসা পেয়েছেন , তার চেয়ে অনেক বেশি কুড়িয়েছেন সমালোচনা এবং ঘৃণা। বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন কে বারংবার হাতিয়ার করেই বিদ্ধ করা হয়েছে তাকে । ২০১৬ তে ইউরো জয়ের পর থেকেই দেশের হয়ে তেমন ছন্দে ছিলেন না তিনি । অনেকেই মনে করছেন যে হয়তো ২০২২ কাতার বিশ্বকাপ হবে রোনাল্ডো এর শেষ যাত্রা। তবে চলতি বছরের ইউরো খেলে স্পষ্ট ধারণা পাল্টে দেন বছর ৪০ এর তারকা। ফ্রান্সের বিরুদ্ধে হেরে পতুর্গালের উয়েফা ইউরোর ২০২৪-র সফর শেষ হয়ে গিয়েছে। বেশ কিছুদিন আগেই পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) জানিয়ে দিয়ছিলেন এটাই তাঁর শেষ ইউরো কাপ হতে চলেছে। অর্থাৎ ছয় ইউরো মাতানো রোনাল্ডোকে আর মহাদেশের সেরা হওয়ার দৌড়ে দেশের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে না।
রোনাল্ডো জানিয়েছেন যে এই ইউরো কাপ তার শেষ ইউরো হতে চলছে তবে এখনো বিশ্বকাপ নিয়ে স্পষ্ট নয় তারকা । হয়তো আবারও নতুন করে বেচেঁ উঠতেই পারেন তিনি । রোনাল্ডো তার হারের পরে জানিয়েছেন ‘আমি কিন্তু এইজন্য আবেগঘন হয়ে পড়িনি। ফুটবল আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এই খেলার প্রতি আমি কতটা উদ্যমী, আমার সমর্থক, পরিবার, সাধারণ জনগণের আমার প্রতি ভালবাসা মনে করে আবেগঘন হয়ে পড়েছিলাম।’
অর্থাৎ কার্যত বলাই যায় এখনো নিজের ক্যারিয়ার গড়তে উদ্যোগ নিয়েছে এই তারকা । ২০২৬ বিশ্বকেপ হয়তো আবারও ৭ নম্বর জার্সি গায়ে লক্ষ করা যেতে পারে মাদ্রিদ লেজেন্ডকে।