Home Cricket শিখর কে মাঠে ফেরার আবেদন যুবরাজের,গব্বার কী ব্যাট হাতে ফিরবেন ভারতের জার্সিতে?...

শিখর কে মাঠে ফেরার আবেদন যুবরাজের,গব্বার কী ব্যাট হাতে ফিরবেন ভারতের জার্সিতে? অপেক্ষা সময়ের!

0

কলকাতা: সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধাওয়ান। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও তাঁকে আর হয়তো খেলতে দেখা যাবে না। ধাওয়ানের ঘোষণার পর পরই নেটদুনিয়ায় আবেগঘন বার্তা আসছে তাঁর জন্য। এবার ফের ক্রিকেটে ফেরার আহ্বান জানানো হল তাঁকে। আর সেটা জানালেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং।

 

জাতীয় দল ক্লাব সমস্ত ধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গব্বার। যুবরাজ এর আমন্ত্রণে কী তাঁকে পুনরায় দেখা যাবে দেশের জার্সি পরে খেলতে প্রশ্ন জাগছে ক্রিকেট মহলে। লেজেন্ডস লীগে খেলার জন্য  শিখর কে আহ্বান  জানালেন যুবরাজ।

 

 

ক্রিকেট দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শিখর। তাঁকে আর ক্রিকেট প্রেমীরা দেখতে পাবে না ভারতের জার্সি গায়ে। গব্বার  এর ধরা অসাধারণ ক্যাচ , দুরন্ত ফিল্ডিং , সেঞ্চুরি করার পর মুখে লেগে থাকে একটা মুচকি হাসি সবকিছু ই প্রত্যেক ভারতীয় দর্শকরা মিস করবেন। সোশ্যাল মিডিয়া তে তাঁর অবসরের সংবাদ টা ছড়িয়ে পড়তেই ভক্ত কুল শিখর এর ছবি পোস্ট করে তাদের আবেগঘন বার্তা জানান।

 

২০১০ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় ধাওয়ানের। ২০১৩-য় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হন তিনি। যদিও একসঙ্গে বেশিদিন খেলা হয়নি যুবরাজ ও ধাওয়ানের। ২০১৬ ও ২০১৭ মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন তাঁরা। এর মধ্যে ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিলেন তাঁরা। শিখর ধাওয়ান ২০২২ এ ভারত এর হয়ে শেষ ম্যাচ টি খেলেন চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে। আইপিএল এ তিনি পাঞ্জাব কিংসের সাথে যুক্ত ছিলেন। নতুন খেলোয়াড়দের আসার পর থেকে জাতীয় দলে আর ফেরার সুযোগ পাননি এই ভারতীয় তারকা।

 

 

ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ ও তার সোশ্যাল মিডিয়ায় শিখর ধাওয়ান এর অবসরকে ঘিরে আবেগঘন বার্তা পোস্ট করেন যুবি।

অবসর নেওয়ার পর বিশ্বের বিভিন্ন লেজেন্ডস লিগে চুটিয়ে খেলেন যুবরাজ। সেখানেই তিনি আহ্বান জানালেন ধাওয়ানকে।

সোশাল মিডিয়ায় বিশ্বজয়ী তারকা লিখেছেন, “তোমার দুরন্ত কেরিয়ারের জন্য অভিনন্দন জানাই, জাট জি! তোমার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া প্রচণ্ড আনন্দের। প্রতিটা সুযোগকে তুমি কাজে লাগিয়েছ, ১০০ শতাংশর বেশি দিয়েছ। সেটা মাঠে হোক বা মাঠের বাইরে। তোমার ভয়ডরহীন ক্রিকেট, বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে ম্যাচ জেতানো পারফরম্যান্স তোমাকে আসল ‘গব্বর’ বানিয়েছে। কিছু অসম্ভব নজির গড়েছ তুমি। জীবনে যা অর্জন করেছ, তার জন্য তোমার গর্বিত হওয়া উচিত।”

 

যুবরাজ সিং শেষে লেখেন “এসো ,এবার লেজেন্ডস লীগ খেলি আমরা”। যুবরাজ এর অধিনায়কত্বে পাকিস্তান কে ফাইনাল এ ৫ উইকেট এ হারিয়ে ট্রফি জিতে নিয়েছে ভারতের কিংবদন্তিরা। যুবরাজ এর অনুরোধে গাব্বার কী আবার ব্যাট তুলে নেবেন হাতে? সেটা সময় ই বলবে।

Exit mobile version