Home Football রোকা নাকি অস্কার কে হবেন পরবর্তী লাল হলুদ কোচ! ইস্টবেঙ্গলের নজরে রয়েছেন...

রোকা নাকি অস্কার কে হবেন পরবর্তী লাল হলুদ কোচ! ইস্টবেঙ্গলের নজরে রয়েছেন কেরালার প্রাক্তনী?

0

কলকাতা:- ময়দান সরগরম নতুন দ্রোণাচার্যের সন্ধানে, কানাঘুষো চলছে লাল হলুদ এর নতুন কোচ কে হবে সেটির উত্তর পরিদর্শনে। গত সোমবারই কোচ পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্লেস কুয়াদ্রত। দলের এক কার্যনির্বাহী কমিটির বৈঠকে নিজের ইচ্ছায় দলের কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রফেসর।

তারপর থেকেই ময়দানের এক স্বর, কে হবেন পরবর্তী কোচ। অন্তর্বর্তী সময় হিসেবে ইস্টবেঙ্গলের সিএফএল কোচ বিনো জর্জ এর ওপরই সামগ্রিক দায়িত্ব এসেছে, তবে সুদূরপ্রসারী ক্ষেত্রে কে হবেন যোগ্য উত্তরসূরি?

ইস্টবেঙ্গলের নতুন কোচ কে? চারিদিকে নানান নাম!
লিস্টে রয়েছে ইভান ভুক্মনোভিচ থেকে লোপেজ হাবাসের নামটিও তবে জোড়ালো হিসেবে বর্তমানে উঠে আসছে রোকার নাম।

ভারতীয় ফুটবল দলের ইতিহাসের অন্যতম কোচ আলবার্তো রোকা কেও তলিয়ে দেখছে লাল হলুদ কর্তৃপক্ষ। এছাড়াও একসারিতে নাম রয়েছে প্রাক্তন কেরালা কোচ ইভান ভুকমনাভিচের। একাধীক সাফল্য দিয়েছেন কেরালাকে এছাড়াও লাল হলুদের অনেকেই তার তত্ত্বাবধানে খেলেছেন।

এবং অবশেষে কোচের লিস্টে অবাক করা নামের মধ্যে একজন হলেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজো। বাংলাদেশ থেকে ভারতীয় ফুটবল সবক্ষেত্রেই অভিজ্ঞতা রয়েছে তার।

এক কথায় বলা যেতে পারে, লাল হলুদের পরবর্তী কোচের সিটে কার্যত পাকাপোক্ত হয়ে গিয়েছে অস্কার ব্রুজোর নাম। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সমস্ত বিষয়ে আশয় ঠিকঠাক থাকলে এই হপ্তাতেই চুক্তি পাকা হতে পারে তার সাথে।

তবে অন্তরবর্তী কোচ বিনো জর্জ এর ওপর আস্থা হারাতে নারাজ লাল হলুদ কর্তৃপক্ষ। বর্তমান কলকাতা ফুটবল লিগ এর পরিস্থিতিকে মাথায় রেখে তার হাতেই দায়িত্ব দিয়েছে ইস্টবেঙ্গল সমিতি। কিন্তু আইএসএল এর মত বড় মঞ্চে কতটা কার্যকর হবে এই দাও সেটা কিন্তু প্রশ্ন চিহ্ন তাই নতুন কোচ আনতে সময় নষ্ট করতে চায় না ইস্ট বেঙ্গল।

Exit mobile version