Home Cricket Domestic মেরিনার্সের রক্ষন বিভাগের প্রধান বর্তমানে লাল হলুদ শিবিরে

মেরিনার্সের রক্ষন বিভাগের প্রধান বর্তমানে লাল হলুদ শিবিরে

0

গত কয়েকদিন যাবত ভারতের ফুটবল ট্রান্সফার মার্কেট ট্রান্সফার মার্কেট উথাল পাথাল বাংলা তিন প্রধানের মধ্যে চলছে তুখর দল গোছানোর লড়াই। তাই কেউ কাউকে ময়দানে এক টুকরো জায়গা ছেড়ে দিতে নারাজ এই কথা ভেবেই প্রত্যেকটা দলের দল গোছানোর প্রায় শেষের দিকে।তাই এরই মধ্যে শোনা যাচ্ছে মোহনবাগানের গত মরশুমের ডিফেন্সের মেরুদন্ড হেক্টর এখন লাল হলুদ শিবির ইস্টবেঙ্গলে।

গত মরশুমে একটা দুর্দান্ত পারফরমেন্স দেয়ার পরও তিনি বাগান সিবির থেকে বাতিল হয়ে যাবে এই কথা অনেক সমর্থকরা অনেকেই ভাবতেই পারিনি। এখন ইস্টবেঙ্গল শিবিরের সই করার পর অনেকটাই আত্মবিশ্বাসী দেখাচ্ছে সেই হেক্টর কে ।তিনিও ডুরান্ড কাপের বদলা নিতে মরিয়া হয়ে রয়েছে।

বাগানের প্রাক্তন দীর্ঘকায় ডিফেন্ডার কে সই করানোর পর লাল হলুদ শিবিরের কোচ কার্লোস কুয়াদ্রা তো অনেকটাই আত্মবিশ্বাসী কারণ তিনি জানেন যে তার অভিজ্ঞতা তাদের অনেক কাজে লাগবে।তিনি বহু চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন বহু ম্যাচে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ।এমনকি ওর অভিজ্ঞতা আমাদের ডিফেন্সকে আরো সংঘটিত করতে সহায়তা করবে।গত আইএসএলে দেখা গিয়েছিল বাগানের রক্ষণ সামলে হেক্টর উপরে উঠে গোল করতেও মরিয়া ছিলেন।
সেই মনোভাব নিয়েও বলেছেন কোচ কার্লোস। তিনি জানিয়ে দিয়েছেন, হেক্টর খুবই কার্যকরী ফুটবলার। জানে কী পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়। ওঁর লড়াকু মনোভাব আমাদের কাজে আসবে।
মোহনবাগান এবার সই করিয়েছে টম আলফ্রেডকে, সেই কারণেই বাতিল হেক্টর। পাশাপাশি নতুন বিদেশিদের মধ্যে রয়েছেন আলোবার্তো। সেই বদলা নিতে প্রথম ডার্বিতেই ফের নিজের জাত চেনাবেন হেক্টর।এমনিতেই আনোয়ার আলিকে লাল হলুদ দল পাবে কিনা, সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
কারণ বিষয়টি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ওপর নির্ভর করছে। আপুইয়াকেও পায়নি লাল হলুদ দল। তাই হেক্টরকে নিয়ে একটা জবাব দিলেন ইস্টবেঙ্গল কর্তারা।

Exit mobile version