Home Football মাঠের বাইরেও সম্রাট রোনাল্ডো, নেটমহলের ইতিহাসে চলে গেলেন ধরা ছোঁয়ার বাইরে!

মাঠের বাইরেও সম্রাট রোনাল্ডো, নেটমহলের ইতিহাসে চলে গেলেন ধরা ছোঁয়ার বাইরে!

0

কলকাতা: ফুটবল মাঠে নামলেই একের পর এক রেকর্ড গড়েন। দিনকয়েক আগে একমাত্র ফুটবলার হিসাবে ৯০০ গোল করেছেন। এবার সোশাল মিডিয়ায় নয়া নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । একমাত্র ব্যক্তি হিসাবে সোশাল মিডিয়ায় ১০০ কোটি ফলোয়ার হয়েছে তাঁর। উল্লেখ্য, সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন সিআর সেভেন। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।

 

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে রোনাল্ডো জানান, “ইতিহাস গড়েছি আমরা। ১ বিলিয়ন ফলোয়ার হয়েছে আমাদের। ১০০ কোটি কেবল একটা সংখ্যা নয়। ফুটবলের প্রতি ভালোবাসা আর নিষ্ঠার প্রমাণ। মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ মঞ্চে ফুটবল খেলেছি। সবসময়ে আমার পাশে থেকেছেন ভক্তরা। আমার উপর বিশ্বাস রাখার জন্য, পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। তবে আমার সেরাটা আসতে এখনও বাকি রয়েছে। একসঙ্গে মিলে আমরা আরও ইতিহাস গড়তে পারি।”

 

অনেকেরই প্রশ্ন ছিল যে, কিংবদন্তি ক্রিশ্চিয়ানো কেন ইউটিউবে নেই! পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, পর্তুগালের একমাত্র ইউরো কাপ জেতা অধিনায়ক গত অগাস্টেই এসেছেন জনপ্রিয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্মেও। আল-নাসের সুপারস্টার এবার ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর। ভিডিয়ো পোস্ট করেই সেই ঘোষণা করেছেন রোনাল্ডো। তিনি UR Cristiano চ্যানেল তৈরি করেই লিখে ফেলেছিলেন ইতিহাস। স্রেফ ৯০ মিনিটে পেয়ে গিয়েছিলেন ১০ লক্ষ সাবস্ক্রাইবার্স! যা অভাবনীয় বললেও কম। এত কম সময়ে ইউটিউবে কেউ ১ মিলিয়ন সাবস্ক্রাইবার্স কখনও পাননি।

Exit mobile version