Home Cricket ভারত বনাম জিম্বাবোয়ে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ প্রিভিউ: প্রথম একাদশ , আবহাওয়ার...

ভারত বনাম জিম্বাবোয়ে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ প্রিভিউ: প্রথম একাদশ , আবহাওয়ার খবর, পিচ রির্পোট , হেড টু হেড লড়াই, সময় ও আরো কিচ্ছু জানুন

0

ভারত একাংশ সময় নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করছে জিম্বাবোয়ে র সাথে। তবে বেশ কিছু সময় আফ্রিকার দেশটিও শক্তিশালী ভারত কে হারিয়ে নিজেদের কে তুলে ধরেছে।

ইতিমধ্যে ভারত ও জিম্বাবোয়ে র মধ্যে দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । প্রথম টি টোয়েন্টি তে ভারত পরাজিত হয় জিম্বাবোয়ে র কাছে ১৩ রানে । দ্বিতীয় টি টোয়েন্টি তে গিলের অধিনায়কত্ব ধীন ভারতীয় দল অসাধারণ ভাবে কামব্যাক করে। ১০০ রানের বড়ব্যবধানে জেতে শোচনীয় ভাবে পরাজিত করে জিম্বাবোয়ে কে। অভিষেক শর্মার দুর্দান্ত ১০০ রানের ইনিংস তার সাথে ঋতুরাজ গায়কওয়ার্ড ও রিঙ্কু শিং এর অনবদ্য দ্রুত ইনিংস এর কারনে ২৩৪ রানের বড় টার্গেট দেয় জিম্বাবোয়ে ক্রিকেট দলকে নতুন ইতিহাস গড়ে ভারতীয় তরুন দলটি। জিম্বাবোয়ে ব্যাটিং এ আসলে মুকেশ কুমার ও আবেশ খান এর বোলিং স্পেল সিকান্দার রাজাদের ব্যাটিং লাইনআপ এর কোমর ভেঙে দেই। দুই ভারতীয় বোলার তিনটি করে উইকেট সংগ্রহ করে, তারপর জিম্বাবোয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ এর যাবতীয় তথ্য নিচেই দেওয়া হলো যেগুলি তোমরা জানতে চাও:

ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ এর তারিখ, সময়, ভেন্যু:
তারিখ- জুলাই ১০ ( বুধবার) , সময় – ৪:৩০ পিএম (ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম),
ভেন্যু – হারারে স্পোর্টস ক্লাব, হারারে

কোথায় দেখা যাবে ভারত বনাম জিম্বাবোয়ে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ টি: সরাসরি সম্প্রারিত হবে – সনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে, সরা সরি টেলিভিশন এ প্রচারিত হবে – সনি স্পোর্টস নেটওয়ার্ক।

ভারত বনাম জিম্বাবোয়ের হেড টু হেড রেকর্ড টি টোয়েন্টি তে:
ম্যাচ খেলা হয়েছে – ১০টি

ভারত জিতেছে – ৭ টি

জিম্বাবোয়ে জিতেছে- ৩টি

ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ এর পিচ রির্পোট:

হারারে স্পোর্টস গ্রাউন্ড এর পিচ টি ব্যাটিং এর জন্য যথেষ্ট উপযুক্ত। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ টিতে প্রথম ইনিংস এ দারুন সমৃদ্ধ ছিলো পিচ টি ব্যাটসম্যান দের জন্য। ম্যাচ এর সময় যত দীর্ঘায়িত হবে তত পিচ থেকে স্পিনার ও পেশাররা সুবিধা পাবে । সুইং সহ কাটার নানান ভেরিয়েশন এ বল করার সুবিধা অর্জন করতে পারবে। তৃতীয় দিনেও একই অবস্থা ও সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া রির্পোট ভারত বনাম জিম্বাবোয়ে তৃতীয় ম্যাচটিতে:

আবহাওয়া সম্পর্কে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, হালকা রৌদ্র ঝলমলে আকাশে থাকবে ম্যাচ টি খেলার সময়ে।তাপমাত্রা ২৫ ডিগ্রীর কাছ কাছি অবস্থান করবে। ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ এ দুই দলের প্রথম একাদশ :

ভারতীয় একাদশ – শুভমান গিল (ক্যাপ্টেন) , অভিষেক শর্মা, ঋতুরাজ গায়েকওয়ার্ড/সাঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, শিবাম দুবে, রিঙ্কু সিং, ধ্রুব জুড়েল (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, আবেশ খান, মুকেশ কুমার।

জিম্বাবোয়ের একাদশ – ওয়েসলি মাধভেরে, ইনোসেন্ট কাইয়া , ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (ক্যাপ্টেন), দিওন মায়ার্স, জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্ডে (উইকেট কিপার), ওয়েলিংটন মাসাকাদজা, লুকে জঙউই, ব্লেসিং মুজরাবানি, টেন্ডাই চাতারা।

Exit mobile version