Home Football বিশ্বকাপে যোগ্যতা অর্জন মেসি – হীন আর্জেন্টিনার, প্রশ্নের মুখে দোরিভাল জুনিয়র 

বিশ্বকাপে যোগ্যতা অর্জন মেসি – হীন আর্জেন্টিনার, প্রশ্নের মুখে দোরিভাল জুনিয়র 

0

কলকাতা:- ব্রাজিল বধ করে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলো আর্জেনটিনা। আর্জেন্টিনার ঘরের মাঠে আজ পরাস্ত ব্রাজিল । প্রথম থেকেই সম্মানের লড়াই হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনা দ্বৈরথ এবং সেই যুদ্ধে মেসি কে ছাড়াই জয়ী ডি পলরা। ৪-১ গোলে রাফিনহা – ভিনিসিয়াসদের পরাস্ত করে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন আর্জেন্টিনার।এই ম্যাচে আগাগোড়া আর্জেন্টিনার দাপট দেখতে পাওয়া গিয়েছে। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্রাজিলের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট দরকার ছিল আর্জেন্টিনার। তবে এক পয়েন্টের বদলে একেবারে তিন পয়েন্ট নিজেদের ঝুলিতে ভরেছেন লিওনেল স্ক্যালনীর দল। জাপান, নিউ জিল্যান্ড, ইরানের পর আমেরিকার টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনাও।

উরুগুয়ের বিরুদ্ধে যেরকম খেলা খেলেছিল আর্জেন্টিনা ঠিক তার বিপরীত খেলা আজ দেখা গেলো। খেলাটা এবারে প্রথম থেকেই বারংবার ব্রাজিলের বক্সে আক্রমণ করেছে জুলিয়ান আলভারেজ থেকে সিমিওনে। প্রথম গোল পাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। খেলার চার মিনিটের মাথায় ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনা দ্বিতীয় গোল করে ১২ মিনিটে। বক্সের বাইরে বল পেয়ে ক্রস করেছিলেন নাহুয়েল মোলিনা। মলিনার ভাসানো বলে পা লাগিয়ে আর্জেন্টিনাকে দুই গোলের বাড়তি সুবিধা বুঝিয়ে দেন এনজো ফার্নান্ডেজ। জোরালো শটে পরাস্ত করেন ব্রাজিল গোলরক্ষক বেন্টোকে।

ব্রাজিল একটি গোল শোধ করে ২৬ মিনিটে। এর জন্য দায়ি আর্জেন্টিনার রোমেরো। তবে তৃতীয় গোলটিও আর্জেন্টিনা করে প্রথমার্ধে, লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস মাক অ্যালিস্টার এর পা দিয়ে আসে তৃতীয় গোল। সুযোগ তৈরি করেন এনজো ফার্নান্ডেজ। তারপর থেকেই শুরু হয় মাঠে বিবাদ, একের পর এক বচসায় জড়ান আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলোয়াড়েরা। ফের ৭১ মিনিটের মাথায় চতুর্থ গোল করেন জিউলিয়ানো সিমিয়োনে। মাঠে নেমেই গোলমুখী এই অ্যাটলেটিকো মাদ্রিদ খেলোয়াড়।

চোটের কারণে এই ম্যাচে লিয়োনেল মেসি বা নেমার কেউই ছিলেন না। মেসিকে ছাড়াও আর্জেন্টিনার সমর্থকদের বিনোদনের কোনও অভাব হয়নি। চোটের কারণে ব্রাজিলের দলেও ছিলেন না নেইমার জুনিয়র। তবে রাফিনিয়া এবং ফিনিশিয়াস জুনিয়ার এর থাকা সত্ত্বেও আজ ঠিকমতো জ্বলে উঠতে পারেনি ব্রাজিল। একেবারে প্রথম থেকেই নিজেদের মাঝ মাঠে ছন্নছাড়া ফুটবল খেলতে দেখা যাচ্ছিল সাম্বা প্রদেশকে।। ম্যাচ শেষে নানা সমস্যার মুখোমুখি হন ব্রাজিল হেড কোচ দরিভাল জুনিয়র ।

Exit mobile version