দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরই বড় ঘোষণা করে দিলেন রোহিত শর্মা। বলে দিলেন বিশ্বকাপ ফাইনাল-ই এই ফরম্যাটে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
ম্যাচের পর রোহিত বলে দিয়েছেন, “এটা আমার-ও শেষ ম্যাচ। এই ফরম্যাটকে বিদায় জানানোর এর থেকে ভালো সময় আর হতে পারে না। এই ফরম্যাটে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। যেদিন থেকে ভারতের জার্সিতে খেলা শুরু করেছি, এটাই অর্জন করতে চেয়েছি। বিশ্বকাপ জিততে চেয়েছি।”
২০২১-এ টি২০ বিশ্বকাপে ভারতের শোচনীয় ফলাফলের পর আজ ফরম্যাটে কোহলিকে সরিয়ে নেতা হন রোহিত। তারপরের বছরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে ভারত সেমিতে পৌঁছয় রোহিতের নেতৃত্বে। তবে সেবার ইংল্যান্ড হারিয়ে দেয় ভারতকে।
রোহিতের নেতৃত্বে এবার টি২০ বিশ্বকাপের প্ৰথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ারও কীর্তি গড়েছে টিম ইন্ডিয়া। ১১ বছর বিশ্বকাপ ঢোকেনি ভারতে। সেই বন্ধ্যাত্ব ঘুচিয়ে দিল রোহিতের ভারত।
রোহিতের আগে ট্রফি জয়ের মঞ্চে দাঁড়িয়ে কোহলিও অবসরের ঘোষণা করেছিলেন এই ফরম্যাটে। বলে দিয়েছিলেন, “এটাই আমার শেষ টি২০ বিশ্বকাপ। এই অর্জনেই আমরা পাখির চোখ করেছিলাম। এক-একদিন মনে হয় আমি আর রান করতে পারব না। তারপর এরকম ঘটে। ঈশ্বর সদয় হয়েছেন। এটাই আমার কাছে শেষ সুযোগ ছিল। এটাই আমার টি২০ আন্তর্জাতিকে শেষ ম্যাচ। আমরা কাপ জিততে চেয়েছিলাম।”
“এমন নয় যে আমরা হেরে গেলে এই ঘোষণা করতাম না। পরবর্তী প্রজন্মের এবার জাতীয় টি২০ দলকে টানার সময় এসেছে। আইসিসি টুর্নামেন্ট জেতার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হল। রোহিতের মত কেউ ৯ টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলল। আর এটা আমার ষষ্ঠ। এই জয় ওঁর-ও প্রাপ্য।”