Home Cricket নিজের দেশে উপায় নেই! তাই ভারতে স্থায়ী ঘর চাইছে আফগানিস্তান

নিজের দেশে উপায় নেই! তাই ভারতে স্থায়ী ঘর চাইছে আফগানিস্তান

0

কলকাতা: টেস্ট স্ট্যাটাস পাওয়ার ৭ বছর হয়ে গেছে কিন্তু এখনো দীর্ঘ সংস্করণ নিয়মিত খেলতে পাচ্ছে না আফগানিস্তান। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ঘরের মাঠে খেলার উপায় নেই। এ কারণে সব ফরম্যাটের ক্রিকেট খেলতে সংযুক্ত আরব আমিরাত বা ভারতকেই ঘর বানিয়ে খেলতে হয় তাদের।

 

অন্য সব ফরম্যাট তবু নিয়মিত খেললেও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় বলেও টেস্ট খেলার সুযোগ কালেভদ্রে পায় আফগানিস্তান। টেস্ট অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি চান, টেস্টটা আরেকটু নিয়মিত খেলার সুযোগ দেওয়া হোক তাদের। আর সে সঙ্গে ভারতের নির্দিষ্ট কোনো ভেন্যুকে হোম ভেন্যু চান তিনি।

 

এভাবে বারবার হোম ভেন্যু বদলানো আফগানিস্তানকে এই ফরম্যাটে শক্তিশালী হতে দিচ্ছে না বলে ধারণা শহীদির। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভারত আমাদের হোম ভেন্যু, কিন্তু যখন কোনো দলের সঙ্গে খেলতে নামি, তখন দেখি তারা আমাদের চেয়ে এখানে বেশি ম্যাচ খেলেছে। আশা করি ভারতে একটা ভালো ভেন্যু পাব এবং সেখানেই নিয়মিত হব। যদি একটা স্থায়ী ভেন্যু পাই, তাহলে সেটা বেশি কাজে দেবে।’

 

২০১৭ সালে প্রথম টেস্ট স্ট্যাটাস পেলেও পরের বছর প্রথম টেস্ট খেলেছে আফগানিস্তান। এই ছয় বছরে মাত্র নয়টি টেস্ট খেলেছে। জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষেই মূলত খেলেছে তারা। ২০২৩ থেকে ২০২৭ এর এফটিপিতে ২২টি টেস্ট খেলার সূচি আছে। কিন্তু এবারও প্রথাগত বড় শক্তির বিপক্ষে খেলা হচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে ছয়টি ম্যাচ আছে, আয়ারল্যান্ডের বিপক্ষে আছে তিনটি ম্যাচ।

 

 

Exit mobile version