- কলকাতা: ভারত একটি ক্রিকেটপ্রেমী দেশ। পছন্দের ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে সবসময় তর্ক বিতর্ক চলতেই থাকে। এর আগে বহু ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বায়োপিক তৈরি হয়েছে। মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন তেন্ডুলকার, কাপিল দেবের জীবনে নিয়ে তৈরি হয়েছে সিনেমা। এবারে সেই তালিকার নাম লেখাতে চলেছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। তার বায়োপিক খুব শীঘ্রই আসতে চলেছে, রুপালি পদ্মায়। এই খবরটি জানান চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ।
তরণ আদর্শ জানান খুব শীঘ্রই যুবরাজ সিংয়ের বায়োপিক আসতে চলেছে এবং এই জীবনে বিষয়ক চলচ্চিত্রটি প্রযোজনা করবে টি সিরিজ। তবে এই বিষয়ে বিস্তারিত তেমন ভাবে কিছু জানানো হয়নি এখনো।
ভারতীয় ক্রিকেটের আকাশে যুবরাজ সিং এক বড় নাম। তৎকালীন ভারতীয় ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির হাত ধরে জাতীয় দলে অভিষেক হয় যুবরাজের। দেশের জার্সি গায়ে দেশের ও বিদেশের মাটিতে যুবরাজের পারফরমেন্স সবার নজর কাড়তে থাকে। একের পর এক ভালো পারফরমেন্স দিয়ে যুবরাজ প্রমাণ করেন ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটে তিনি একটি বড় নাম হতে চলেছেন।
ব্যাটিং ,বোলিং , ফিল্ডিং সব দিকেই ছিলেন তিনি সমান ভাবে পারদর্শী। তিন ফর্মাটেই পাকা পাকি ভাবে নিজের জায়গা করে নিয়েছিলেন যুবি। তবে তার ক্যারিয়ারে সব সে চর্চিত ও উল্লেখযোগ্য ঘটনাটি হল ক্যান্সার জয় করে ফিরে আসা। 2011 বিশ্বকাপে যুবরাজের অসাধারণ পারফরমেন্স এবং টুর্নামেন্ট সেরা হওয়ার ঘটনাটি ইতিহাসের পাতাই স্বর্ণ অক্ষরে লেখা থাকবে চিরকাল। তরণ আদর্শ জানান, এই বায়োপিক প্রযোজনা করবে ভূষণ কুমার ও রবি ভাগচাঁদা। যদিও এর থেকে বেশি কিছু আপাতত জানানো হয়নি।
*কারা অভিনয় করতে পারেন যুবরাজ সিংয়ের এই জীবনী মুলক চলচ্চিত্রে*?
রণবীর কাপুর, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, সিদ্ধার্থ মালহোত্রা সহ বহু অভিনেতা দের নাম নিয়ে বাজ উঠতে শুরু করেছে। কাকে মানাতে পারে যুবরাজ সিং এর রোলে। অনেকে বলেছেন এমএস ধোনি মুভি তে যিনি যুবরাজ এর ক্যারেক্টারে অভিনয় করেছিলেন তিনি একমাত্র পারফেক্ট ভাবে যুবরাজের চরিত্রটাকে রুপালি পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। হেরি টাঙ্গিরি যোগ্য হবে এই রোল টার জন্য। তবে সবই এখন রুমোর খোলাখুলি ভাবে কিছুই তেমন ভাবে বলা যাচ্ছে না কে হতে পারেন এই বায়োপিকের মুখ্য অভিনেতা।
কেমন ছিল যুবরাজ সিংয়ের বর্ণাঢ্য ক্যারিয়ার?
অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন যুবরাজ। ভালো ব্যাটিং ও ফিল্ডিং এর সুবাদ জাতীয় দলের জায়গা করে নেন। ২০০৭ টি২০ বিশ্বকাপ ও ২০১১ ওডিআই ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়ে নিজের প্রতিভার পরিচয় দেন যুবি। ২০০৭ ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের স্টুয়াট ব্রড কে ছয় বলে ছয়টি ছক্কা মেরে এক অনন্য রেকর্ড এর নজির গড়েন এবং পুরো বিশ্বকে জানান দেন তিনি অন্য জাতের খেলোয়ার।
টিম ইন্ডিয়ার হয়ে ৪০টি টেস্ট, ৩০৪ টি ওয়ানডে ও ৫৮ টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেন যুবরাজ। টেস্টে তিনটি সেঞ্চুরি ও এগারোটি হাফ সেঞ্চুরি রয়েছে এবং ওয়ানডে ক্যারিয়ারে ১৪ টি সেঞ্চুরি ও ৫২ টি হাফসেঞ্চুরি আছে। ওয়ানডে ক্রিকেটে যুবরাজ এর মোট রান ৮৭০১, টেষ্টে ১৯০০ রান ও টি টোয়েন্টি তে করেছেন ১১৭৭ রান।
অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ও প্রাক্তন ক্রিকেটারদের এমনকি তার সঙ্গে খেলা বহু ক্রিকেটারের মতে তার মধ্যে প্রতিভা ছিল ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে তুলে ধরার। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে নিজের নামকে নথিভুক্ত করার মতো প্রতিভা ছিল তার। কিন্তু ক্যান্সার আক্রান্ত হওয়ার ফলে ও বিভিন্ন কারণবশত তিনি উপযুক্ত সময় পাননি। ভারতের বর্তমান কোচ ‘গৌতম গম্ভীর’ এক ইন্টারভিউ বলেছিলেন, যুবরাজ সিং এর মধ্যে যা প্রতিভা ছিল সেটা ভারত ভালোভাবে কাজে লাগাতে পারেনি। নয়তো তিনি ভারতের সর্বকালের সেরা খেলোয়াড় দের মধ্যে একজন হতেন।
অবশেষে, তার জীবনের ও ক্রিকেট এর ২২ গজের অদম্য লড়াই রূপলী পর্দায় আসতে চলেছে। যুবরাজ সিংয়ের দেশের হয়ে অসাধারণ পারফরমেন্স ও ক্যান্সার কে হারিয়ে দেশের জন্য লড়াই করে বিশ্বকাপ এর মত মঞ্চে নিজেকে প্রমাণ করা। তার সমস্ত কৃতিত্ব কে কুর্ণিশ জানাতেই হয়।