Home Football ডুরান্ডের উদ্ধোধনী ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান , বিপক্ষে ডাউনটাউন হিরোজ 

ডুরান্ডের উদ্ধোধনী ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান , বিপক্ষে ডাউনটাউন হিরোজ 

0

কোলকাতা:- ভারত এবং ভারতীয় ফুটবলকে আরো সমৃদ্ধ করে ডুরান্ড কাপ ও তার ঐতিহ্য। এশিয়ার তৃতীয় সর্বাপেক্ষা প্রাচীন ফুটবল প্রতিযোগিতা হলো এই ডুরান্ড কাপ। আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে চলেছে ১৩৩ তম ডুরান্ড কাপ।

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং ডাউন টাউন হিরোজ।

কোলকাতা ফুটবল লীগে এই বছর অতি সাধারণ পারফরমেন্স দিয়েছে সবুজ মেরুন শিবির , যেটি তাদের চিন্তার মূল কারণ।

দুর্বল ডাউনটাউন কে একেবারেই হালকা ভাবে নিতে চাইছে না মোহনবাগান বরং কোচ বাস্তব রায় নিজেদেরকে নিয়ে বেশ সচেতন।

দলের মধ্যে অনেকেই আসছেন ২৯ তারিখ , ফলত বোঝাই যাচ্ছে দ্বিতীয় দলের অনেকেই প্রথম ম্যাচে সূযোগ পাবেন! যেটি মোহনবাগানের কাছে চিন্তার বিষয় কারণ , কোলকাতা লীগে আশাপ্রদ ফল পাচ্ছেনা তারা।

কলকাতা লীগের অন্তিম ম্যাচে পুলিশের বিরুদ্ধে ১-১ ড্র করেছিল সবুজ মেরুন ব্রিগেড, তারপরেই দলকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা।

তবে কোচ বাস্তব রায় বেশ সচেতন

কলকাতা লিগের খারাপ পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কলকাতা লিগের সঙ্গে এটাকে জড়াবেন না। এটা সর্বভারতীয় প্রতিযোগিতা। ছেলেরা খেলার জন্য মুখিয়ে আছে। খারাপ সময়টা কাটাতে চাই ডুরান্ডে। কলকাতা লিগে খেলার জন্য আমাদের আলাদা দল রয়েছে। কোনও অসুবিধা নেই দুটো প্রতিযোগিতা একসঙ্গে চললে। তবে আপাতত কালকের ম্যাচের দল সাজাব। তার পর কোচ এসে সিদ্ধান্ত নেবেন। ওটায় আমার কোনও হাত নেই।’

বিপক্ষে কাশ্মীরের ক্লাব ডাউনটাউন হিরোজকে প্রথম ম্যাচে হারিয়েই নিজেদের পথচলা শুরু করতে চায় মোহনবাগান। ফলত বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন কোলকাতা লীগের ফলাফল মোহনবাগান কর্তৃপক্ষের কাছে চিন্তার হয়ে উঠেছে তেমনই আবারও নিজেদের নিয়েও আত্মবিশ্বাসী বাগান কোচ।

Exit mobile version