Home Cricket ঘরের মাঠে শাকিব বিহীন বাংলাদেশের নাজেহাল অবস্থা, তাইজুল ইসলামের বোলিং জাদুতে কিছুটা...

ঘরের মাঠে শাকিব বিহীন বাংলাদেশের নাজেহাল অবস্থা, তাইজুল ইসলামের বোলিং জাদুতে কিছুটা স্বস্তি বাংলা শিবিরে !

0

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, মিরপুর টেস্ট: ভারতের কাছে হারের ধাক্কা সামলাতে না সামলাতেই আবারো বড়ো হারের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ। মিরপুর টেস্টে প্রথম ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাস্তানাবুদ টাইগাররা। প্রোটিয়াদের বোলিং আক্রমণের সামনে নাজেহাল হলো শাকিব বিহীন বাংলাদেশ।

 

মিরপুর প্রথম টেস্টে ঘরের মাঠে টস জিতে নাজমুল হোসেন শান্ত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত কতটা যথাযথ, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই ৬ উইকেট হারিয়ে একপ্রকার  পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত কোনোরকম ১০০ রানের গন্ডি টপকাই টাইগাররা। অবশ্য তা অল-আউট হয়ে সব উইকেট হারিয়ে।

 

সর্বমোট ১০৬ রান তোলে নাজমুল হোসেন শান্তরা। ৪০.১ ওভারের ভিতরে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের। সর্বোচ্চ ত্রিশ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তাছাড়া মিডিল অর্ডার সহ লোয়ার মিডিল অর্ডার  ব্যাটসম্যানরা, তেমন ভাবে কোন প্রভাব রাখতে পারেনি দলের ইনিংসে। তাইজুল ইসলাম দ্বিতীয় সর্বোচ্চ রান করেন বাংলাদেশের হয়ে। ৩১ বলে ১৬ রান করেন তাইজুল। তাইজুলের ব্যাটিং এর উপরে ভর করে বাংলাদেশ কষ্ট সাধ্য ভাবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে ১০০ রানের গন্ডি টপকাই। তাইজুলের ব্যাট থেকে দুটি বাউন্ডারি আসে। ২চার মারেন তাইজুল ইসলাম।

 

২৪ বলে ১৩ রান করেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৩টি চার মারেন। ২০ বলে ১১ রান করেন মুশফিকুর রহিম। তিনি ২টি চার মারেন। খাতা খুলতে পারেননি শাদমান ইসলাম ০ রানেই ক্রিজ ছাড়তে হয় তাকে। মোমিনুল হক ৪, নাজমুল হোসেন শান্ত ৭, লিটন দাস ১, জাকের আলি ২, নইম হাসান ৮ ও  একমাএ হাসান মাহমুদ অপরাজিত থাকেন ৪ রান করে।

উইয়ান মাল্ডার ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। কাগিসো রাবাদা ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩৪ রানে ৩টি উইকেট নেন কেশব মহারাজ। ডেন পিয়েডট ১৯ রানে ১টি উইকেট অর্জন করেন। দক্ষিণ আফ্রিকার পেস ও স্পিন বোলিং এর সামনে কার্যত দুমড়ে- মুচড়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

 

দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে১৪০ রান সংগ্রহ করে ৪১ওভারে ৬ উইকেটের বিনিময়ে। এডেন মার্করাম ৬ ও ত্রিস্তান স্টাবস ২৩ রান করে আউট হয়েছেন। টনি ডি’জর্জি ৭২বলে ৩০রান করে আউট হন ও ডেভিড বেডিংহ্যাম ১১ রান করেন ২৫ বলে। ট্রিস্তান স্টাবস ২৭ বলে ২৩ রান করে প্যাভিলিয়ন ফেরত যান। রিয়ান রিককেলটন ৪৯ বলে ২৭ রানে তাইজুল এর বলে লিটন এর কাছে ক্যাচ আউট হয়ে ডাগআউটে ফেরত যান।ম্যাথিউ বৃৎজকে নিজের রানের খাতা খুলতে ব্যর্থ প্রথম ইনিংসে।কাইল ভেরেন্নে ৩২ বলে ১৮ রান করে ও উইয়ান মুলদের ৩১ বলে ১৭ রান করে নট- আউট আছেন।

 

বাংলাদেশের হয়ে একটি উইকেট পান হাসান মাহমুদ ব্যাটিংয়ের সাথে সাথে তাইজুল বোলিং এও তুলনামূলক যথেষ্ট ভালো পারফরম্যান্স দেন অন্যান্যদের থেকে। বলা যায় একাই দক্ষিণ আফ্রিকার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।তাইজুল ইসলাম ৪৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। দেখতে গেলে, এখনো পর্যন্ত প্রথম ইনিংসে প্রোটিয়ার  মোট ৪১ ওভারে ১৪০ রান করে ৬ উইকেটের বিনিময়ে। ঘরের মাঠে শাকিব বিহীন বাংলাদেশ দলের এমন নিন্দনীয় পারফরম্যান্স টাইগার ফ্যানদের আশানুরূপ হতাশই করেছে।

Exit mobile version