Home Cricket ” গ্রিন পার্কের উইকেট শুধু ব্যাটসম্যানদের জন্য নয় ” উইকেট নিয়ে ভিন্ন...

” গ্রিন পার্কের উইকেট শুধু ব্যাটসম্যানদের জন্য নয় ” উইকেট নিয়ে ভিন্ন তথ্য দিলেন এই ভারতীয় পেসার !

0

কানপুর : ঐতিহ্যগতভাবে ব্যাটিং-সহায়ক। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনাররাও বাঁক পেতে শুরু করেন। পেসারদের জন্য তেমন কিছু থাকে না।বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম নিয়ে মূলত এমন কথাই বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছে। তবে ভারতীয় পেসার আকাশ দীপ কিছুটা ভিন্ন তথ্য দিয়েছেন। এই পেসারের দাবি, গ্রিন পার্কের উইকেট শুধু ব্যাটসম্যানদের জন্য নয়।

 

বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ে প্রথম টেস্টে ২ উইকেট নেওয়া এই পেসার গতকাল কানপুরে সাংবাদিকদের বলেন, ‘আমি যা দেখেছি, এটাকে স্পোর্টিং উইকেট মনে হয়েছে, শুধু ব্যাটসম্যানদের উইকেট নয়। উইকেট যেমনই হোক না কেন, আমি যদি খেলি, আমার কাজ হবে ভালো জায়গায় বোলিং করে যাওয়া। যদি উইকেট পেসারদের জন্য সহায়ক না–ও হয়, আমাকে উইকেট পাওয়ার উপায় খুঁজে বের করতে হবে।’

 

স্পোর্টিং উইকেটে ব্যাটসম্যানের পাশাপাশি বোলারের জন্যও কিছু না কিছু সহায়তা থাকে। প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়েও উইকেট অনেকটা এমনই ছিল। পেসাররা সহায়তা পেয়েছেন, ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলেছেন, আবার স্পিনাররাও উইকেট পেয়েছেন।গ্রিন পার্কের উইকেট অনেকটা চেন্নাইয়ের মতোই হবে বলে জানিয়েছেন স্টেডিয়ামটির পিচ কিউরেটর শিব কুমার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘চেন্নাইয়ের ম্যাচের মতো উইকেট হবে। সবার জন্যই কিছু না কিছু থাকবে। প্রথম দুই সেশনে বাউন্স থাকবে, প্রথম দুই দিন ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে। এরপর শেষ তিন দিন স্পিনাররা সহায়তা পাবেন।’

Exit mobile version