কলকাতা: আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার সিরিজ। এই সিরিজ থেকেই ভারতীয় দলের নতুন কোচ হিসাবে গম্ভীর তার যাত্রা শুরু করবেন। গম্ভীর এর পরিকল্পনার ওপরে নির্ভর করছে কোন কোন খেলোয়ার দলে জায়গা পেতে পারে। শ্রেয়াস দলে নিজের জায়গা করে নিতে পারেন তবে এক্ষুনি ঈশান এর জাতীয় দলে ফেরা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।
২৭ জুলাই থেকে গুরু গম্ভীর এর সামনে নতুন পরীক্ষা। শ্রীলঙ্কা সিরিজে যাওয়ার আগে তাকে দল গোছাতে হবে । এমত অবস্থায় প্রশ্ন উঠছে ঈশান ও শ্রেয়াস কী আবার ফিরতে পারেন জাতীয় দলে। দুই জনই বোর্ড রোষের মুখে পড়ে দীর্ঘ সময় ধরে জাতীয় দল থেকে দূরে আছেন। দুজনের কেন্দ্রীয় চুক্তি টিও বাতিল করা হয়েছে । তারা গম্ভীর জামানায় সুযোগ পাই কিনা সেটাই দেখার বিষয়।
এই দুই তারকা খেলোয়ার ওডিআই বিশ্বকাপ এর সময় ভারতীয় টীম এর অংশ ছিলেন। কিন্ত ওই বছরের শেষেই ডিসেম্বর থেকে দলের বাইরে আছেন ঈশান কিষান আর ২০২৪ এর ফেব্রুয়ারি থেকে দলের সঙ্গে নেই শ্রেয়াস। দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ খেলার সময় শ্রেয়াস কোমরের সমস্যার জন্য ও ঈশান বিশ্রামের কারণ দেখিয়ে ছুটি নেন সিরিজের মাঝ পথে। ফলস্বরূপ তাদেরকে জাতীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। ২০২৪ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ও সুযোগ পাইনি এমনকি কিছুদিন আগে হয়ে যাওয়া জিম্বাবুয়ের সিরিজও দলে জায়গা পাননি এই দুই তারকা ব্যাটসম্যান।
রঞ্জি ট্রফি না খেলার জন্য দুজনের জাতীয় চুক্তি বাতিল করা হয়। বোর্ডের শাস্তির মুখে পড়ে শ্রেয়াস রঞ্জি খেললেও, ঈশান খেলেন নি। গম্ভীর জামানায় শ্রেয়াস দলে ফিরতে পারেন ,তবে ঈশান এর জাতীয় দল এ এক্ষুনি ফেরা হচ্ছে না বলেই ধরা হচ্ছে। কারণ গত এক মরশুমে রঞ্জি খেলেননি ঈশান। বোর্ডের নির্দেশ থাকা ঈশান কিষান তো অমান্য করেছেন। তাছাড়াও দলে এখন উইকেট কিপার ব্যাটসম্যানের ছড়াছড়ি রিশভ পন্থ, সঞ্জু স্যামসন এছাড়াও সদ্য জিম্বাবুয়ে সিরিজে দলে নতুন যুক্ত হওয়া ধ্রুব জুরেল তো আছেনই। ফলে শ্রেয়াস এর থেকেও ঈশানের লড়াই টা অনেকটাই কঠিন।
মুম্বাই এর হয়ে শ্রেয়াস রঞ্জি খেলেছেন গত মরশুমে। এছাড়া তার অধিনায়কত্বে সদ্য শেষহওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে । বেশ কিছুদিন আগে বোর্ডের এক কর্তা যতীন সারঞ্জপে জানিয়েছিলেন শ্রেয়াস কে পরবর্তী ক্যাপ্টেন হিসাবেও ভাবা হচ্ছে ।তাকে নিয়ে পরিকল্পনা আছে। বিসিসিআই সেক্রেটারী জয় শাহ এর সাথেও কথা হয়েছে শ্রেয়াস এর নিজের অসুবিধা টা বোঝাতে পেরেছেন তাকে বলেই জনা যাচ্ছে ফলে তার কামব্যাক করার সুযোগ বেশি। অনেক এই মনে করেছেন গম্ভীর এর মেন্টর শীপে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে এবং শ্রেয়াস সেই দলের ক্যাপ্টেন ছিলেন তাই কোচ গম্ভীর হয়তো তাকে আবার জাতীয় দলে ফেরাতে চাইবেন।
ঈশানের পক্ষে ব্যাপারটা আরো কঠিন। গত মৌসুমে তিনি রঞ্জী খেলেন নি তাছাড়াও আইপিএলে পারফরম্যান্স ও খুব আহামরি ছিলো না তার। যা দেখে গম্ভীর ও অজিত আগরকার এর নজর কাড়া যাবে। তবে এক সাক্ষাৎকারে ঈশান জানান, তিনি কঠোরভাবে পরিশ্রম করছেন বিসিসিআই তার অসুবিধা টা বুঝতে চাননি দলে ফিরতে মরিয়া তিনি। ঈশান এর লক্ষ্য হচ্ছে নিজেকে প্রস্তুত করা তিন ফরম্যাটেই কামব্যাক করতে মরিয়া তিনি।