Home Cricket গম্ভীরের চেয়ারে বসলেন ভারতের প্রাক্তন পেসার জাহির খান!

গম্ভীরের চেয়ারে বসলেন ভারতের প্রাক্তন পেসার জাহির খান!

0

কলকাতা: জল্পনা ছিলই এবার তা সত্যি ও প্রমাণিত হলো! গৌতম গম্ভীরে জায়গা নিয়ে নিল ভারতের প্রাক্তন পেসার জাহির খান । তিনি নিযুক্ত হলেন আইপিএলের এক ফ্রাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ন্টস এর মেন্টর এবং বোলিং কোচ হিসেবে।

 

জাতীয় দলের কোচ হিসেবে মিশ্র শুরু গৌতম গম্ভীরের। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ক্লিন সুইপ করেছে ভারত। যদিও ওয়ান ডে সিরিজে ০-২ ব্যবধানে হার। নজরে এখন বাংলাদেশ সিরিজ। গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার আগে কেকেআরে মেন্টর ছিলেন। তার আগে দু-মরসুম লখনউ সুপার জায়ান্টসে।

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে দু-বার চ্যাম্পিয়ন করেছিলেন। মেন্টর হিসেবে ফিরেই কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন। এরপরই ভারতীয় দলের হেড কোচ হন গৌতম গম্ভীর। জাতীয় দলের কোচ হিসেবে মিশ্র শুরু গৌতম গম্ভীরের। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ক্লিন সুইপ করেছে ভারত। যদিও ওয়ান ডে সিরিজে ০-২ ব্যবধানে হার। নজরে এখন বাংলাদেশ সিরিজ। গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার আগে কেকেআরে মেন্টর ছিলেন। তার আগে দু-মরসুম লখনউ সুপার জায়ান্টসে। গম্ভীরের শূন্যস্থান এতদিন পূরণ করেনি লখনউ। সেই ভূমিকায় এখন দেখা যাবে জাহির খানকে।

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ সালে নতুন দুই দল যোগ হয়েছিল। তার মধ্যে একটি লখনউ সুপার জায়ান্টস। গৌতম গম্ভীরের মেন্টরশিপে প্রথম দু-মরসুমেই প্লে-অফে উঠেছিল লখনউ। গত মরসুমে তাদের কোনও মেন্টর ছিল না। কোচিং করিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার। বোলিং কোচ হিসেবে ছিলেন মর্নি মর্কেল। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর মর্কেলকেও সহকারী হিসেবে চেয়েছিলেন। ভারতীয় বোর্ড তাঁর দাবি মেনে মর্কেলকে নিয়োগ করেছে। ফলে লখনউতে তৈরি হয়েছিল বিশাল শূন্যস্থান।

কিন্তু সেই শূন্যস্থান আজ অর্থাৎ ২৮শে আগস্ট অফিশিয়াল ভাবে পূরণ হয়ে গেল। গুজরাট টাইটান্সের মেন্টর হিসেবে দারুণ ভূমিকা পালন করেছিলেন আশিস নেহরা। বোলাররাও যে ভালো কোচ কিংবা মেন্টর হতে পারেন, তার অন্যতম উদাহরণ নেহরা। এবার জাহিরের পালা!

Exit mobile version