Home Cricket ক্রিকেটের নন্দনকানন মুখরিত চাকদহ এক্সপ্রেসের গতিতে, ইডেনে উদ্বোধন ঝুলন গোস্বামীর স্ট্যান্ড

ক্রিকেটের নন্দনকানন মুখরিত চাকদহ এক্সপ্রেসের গতিতে, ইডেনে উদ্বোধন ঝুলন গোস্বামীর স্ট্যান্ড

0
Jhulan Goswami

কলকাতা:- ভারত বনাম ইংল্যান্ডের আজকের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক ঘটনা ইডেন গার্ডেন্সে। ক্রিকেটের নন্দনকানন মুখরিত করল চাকদা এক্সপ্রেস। বহু পূর্বে ভারতীয় মহিলা টিমের অন্যতম প্রাক্তন খেলোয়াড় ঝুলন গোস্বামীর নামে ইডেন গার্ডেন্সে একটি স্ট্যান্ড তৈরি করে ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল। আজ ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের আগে ইডেন গার্ডেনসে বেল বাজিয়ে নিজের নামের স্ট্যান্ড উদ্বোধন করল ঝুলন। একসময়ের বল বলবয় থেকে নিজের নামের স্ট্যান্ড এই পথচলা মোটেই সোজা ছিল না ঝুলন গোস্বামীর জন্য।

ডিসেম্বর মাসের প্রথমেই সিএবির তরফ থেকে জানানো হয়েছিল ঝুলন গোস্বামী নামে ক্রিকেটের নন্দন কাননে তৈরি হতে চলেছে একটি ক্রিকেট স্ট্যান্ড। সেই কথামতো কাজ শুরু হয়েছিল অবশেষে আজ উদ্বোধন হলো ঝুলন গোস্বামীর নামাঙ্কিত ক্রিকেট স্ট্যান্ড। এর সঙ্গে উদ্বোধন হয়েছে কে আর নায়ারের নামাঙ্কিত আরো একটি স্ট্যান্ড। মূলত ক্লাব হাউস লাগোয়া বি-ব্লক সংলগ্ন অঞ্চলেই তৈরি হতে চলেছে ঝুলন গোস্বামীর নামের স্ট্যান্ড এবং সেইখানেই আজ ইডেনের ঐতিহাসিক বেল বাজিয়ে উদ্বোধন করল চাকদার সেলসেশন ঝুলন গোস্বামী। এছাড়াও সৌরভ গাঙ্গুলীর স্ট্যান্ড এর পাশেই হতে চলেছে ঝুলন গোস্বামী নামের এই গ্যালারি।

সিবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন “সৌরভ গাঙ্গুলীর স্ট্যান্ড এর পাশে ঝুলনের স্ট্যান্ডের গ্যালারি করা হয়েছে, যা বাংলার পরবর্তী প্রজন্মকে ক্রিকেটে আসার জন্য আর উৎসাহিত করবে।”

Exit mobile version