মুম্বাই : মুম্বই টেস্টেই সম্ভবত ভারতীয় দলে ঢুকে পড়ছেন কেকেআরের তারকা পেসার হর্ষিত রানা। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাথমিক দলে ছিলেন না রানা। তবে বর্ডার-গাভাসকর ট্রফির দলে রয়েছেন তিনি। সম্ভবত সেকারণেই মুম্বই টেস্টে তাঁকে ডেকে নিয়ে জাতীয় দলে আবহের সঙ্গে তাঁকে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কোনও কোনও সূত্রে দাবি করা হচ্ছে, ১ নভেম্বর শুরু হতে চলা মুম্বই টেস্টে অভিষেকও হয়ে যেতে পারে রানার।
হর্ষিত রানা এই মুহূর্তে দিল্লির হয়ে রনজি খেলছেন। তবে সূত্রের খবর, বিসিসিআইয়ের তরফে দিল্লির ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে রনজির আগামী পর্বে তাঁরা হর্ষিতকে পাবে না। কারণ ওই সময় জাতীয় দলের সঙ্গে থাকবেন তিনি। মুম্বই টেস্টে তাঁকে খেলিয়েও দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে জাতীয় দলে খেলার স্বাদ পেয়ে যাবেন তিনি।
তাৎপর্যপূর্ণভাবে মুম্বই টেস্টে অভিষেক হলেও রানার আইপিএল ভাগ্য বিশেষ বদলাবে না। কারণ আইপিএলের রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষদিন ৩১ অক্টোবর। তার আগে অভিষেক না হওয়ায় রানা ‘আনক্যাপড’ই থাকবেন। সেক্ষেত্রে কেকেআর তাঁকে ৪ কোটি টাকাতেই রিটেইন করতে পারবে। অবশ্য তাতে যদি রানা রাজি থাকেন।