Home Football কুয়াদ্রাতের ইতি! ইস্টবেঙ্গল অন্দরে নতুন কোচ আনা নিয়ে চলছে বার্তালাপ? ...

কুয়াদ্রাতের ইতি! ইস্টবেঙ্গল অন্দরে নতুন কোচ আনা নিয়ে চলছে বার্তালাপ? নজরে সঞ্জয় সেন!

0

কলকাতা:- গত বছর সুপার কাপ জয় এবারেও নিজের মনের মতন করে দল গঠন । তবু যেনো ভাগ্যের চাকা ঘুরলোনা লাল হলুদ কোচের। সুপার জয়েই যেন থমকে গেলো ইস্টবেঙ্গলের চাকা? তবে কি অধিক আশ্বাস এবং মোহ কাটিয়ে উঠতে পারছেনা লাল হলুদ বাহিনী।

কোচ কে সোজা ইংরেজি হরফে ” প্রফেসর” আখ্যা দেওয়া থেকে সুপার কাপের পরে একাধিক ম্যাচের ফলাফল ঋণাত্বক এলেও ঘুরিয়ে প্রশ্নের মুখ পড়েননি ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র প্লে অফ, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল, আইএসএলের প্রথম দুই ম্যাচ- টানা চার ম্যাচ হেরে প্রশ্নের মুখে কুয়াদ্রাতের কোচিং।

রীতিমত চারিদিকে সমালোচনার পাল্লায় পরে জীবন জেরবার লাল হলুদ কোচের। ইস্টবেঙ্গল কর্তারাও কুয়াদ্রাতের কোচিংয়ে একেবারে খুশি নন। এ বছর ঢেলে দল সাজিয়েছে ম্যানেজমেন্ট। বিনিয়োগকারী সংস্থার কর্তারাও দলের পারফরম্যান্সে বেশ অখুশি।

সূত্র মারফত জানা যাচ্ছে দলের আধিকারিক, কর্মকর্তা সহ বিনিয়োগ কারী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা এখন নতুন কিছু চাইছে । বর্তমান দ্রোণাচার্যের পরিকল্পনা কার্যত অচল ও বিচ্ছিন্ন হওয়ায় তবে কি নতুন কোচের দিকে যাবে ইস্টবেঙ্গল?

সূত্রের খবর, দলের এই কঠিন সময়ে ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়ার কথাও ভাসছে ময়দানে।

মোহনবাগানের কোচ তো বটেই এবং বলাই বাহুল্য কিংবদন্তি এই ক্রীড়াবিদ এর ওপরেই নজর রাখছে লাল হলুদ কর্মকর্তারা। তবে কারলস কে আর ঠিক কটি সুযোগ দেওয়া হয় সেটি ফলত সময়ের অপেক্ষা।

Exit mobile version