এবছর টালিগঞ্জ অগ্রগামীকে পরাজিত করে সিএফএল অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। আগামী রবিবার নিজেদের ঘরের মাঠে তারা লড়াই করবে জর্জ টেলিগ্ৰাফের বিপক্ষে। তার আগে জুনিয়র দলের কোচ বিনো জর্জের নেতৃত্বে শেষ মুহুর্তের অনুশীলন সারছে লাল-হলুদের ছোটরা। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য ফুটবলারদের। পাশাপাশি এবারের কলকাতা লিগের ডার্বি ম্যাচের দিকে ও নজর রয়েছে সকলের।
আগামী ১৩ই জুলাই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ময়দানের দুই প্রধান। মোহনবাগান সুপারজায়ান্টস এবং ইমামি ইস্টবেঙ্গল। গত কয়েক মরশুম ধরেই ছোটদের ডার্বিতে পড়শীদের টেক্কা দিয়ে এসেছে লাল-হলুদ ব্রিগেড। এবার ও জয় প্রতিপক্ষকে পিছনে ফেলে দিতে চাইবেন বিনো জর্জের ছেলেরা্। তবে আসন্ন ডার্বি ম্যাচকে কেন্দ্র করে উঠে আসল এক নয়া তথ্য।
বিশেষ সূত্র মারফত খবর, কলকাতা ফুটবল লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে দেখা যেতে পারে সার্থক গোলুই থেকে শুরু করে সৌভিক চক্রবর্তী ও মহম্মদ রাকিপের মতো ফুটবলারদের। মূলত এই তিন সিনিয়র ফুটবলারের ফিটনেস ক্লিয়ারেন্সের সাপেক্ষে তাদের নামানোর পরিকল্পনা রয়েছে কোচের তরফে। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।
মনে করা হচ্ছে , আসন্ন এফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার ম্যাচের কথা মাথায় রেখে তাদের পরীক্ষা করে নিতে চাইছেন কার্লেস কুয়াদ্রাত। আগস্টের তৃতীয় সপ্তাহে নিজেদের ঘরের মাঠে এএফসির চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। তার আগে খেলোয়াড়দের ম্যাচ ফিট করে তোলাই একমাত্র লক্ষ্য লাল-হলুদের হেডস্যারের।