কলকাতা:- তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ইস্টবেঙ্গল, একের পর এক ম্যাচ যেন হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে তাদের। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল, কিন্তু রক্ষণ বিভাগ যেন একেবারে ধ্বসে পড়ল।
পরপর পাঁচটি ম্যাচ হেরে ইতিহাস গড়লেন ইস্টবেঙ্গল কোচ। প্রথম থেকেই দল গোছাতে মরিয়া লাল হলুদ কর্মকর্তারা, আগের বছরের শিল্ড যেটা দুজন রক্ষম বিভাগের খেলোয়াড় থেকে শুরু করে গত বছরের সর্বোচ্চ গোলদাতা সবাই এখন ইস্টবেঙ্গলের অংশ। তবুও যেন কোথাও একটা হারিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের মানসিকতা।
১০৪ বছরে জলন্ত ইতিহাস আর নতুন নজির গোল্ডেন লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রত, পরপর পাঁচটি ম্যাচ হেরে যাওয়া কোচ হিসেবে সর্বপ্রথম নিজের নাম ইতিহাসের পাতায় নথিভুক্ত করলেন তিনি।
দলের পারফরম্যান্স দেখে কার্যত ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে লাল হলে জনতার কোচ থেকে প্রফেসর সবকিছুর মোহ ভেঙে এখন সতর্ক সমর্থকেরা। প্রথম ম্যাচে ব্যাঙ্গালুর কাছে হার, এরপর কেরালা তারপর আজ গোয়ার কাছে ৩ ২ গোলে হারবার পর কার্যত রাগে ক্ষুব্ধ সমর্থক বৃন্দ।
ম্যাচ শেষ হবার পর যুবভারতীর সামনে কোচকে নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থকরা, নিশানায় রয়েছিস বেঙ্গল ম্যানেজমেন্ট। ভালোবেসে পাওয়া প্রফেসর তকমাও এই মুহূর্তে যেন বিপদের মুখে। কোচ কে নিয়ে এই মুহূর্তে কোনরকম আশা করছে না লাল হলুদ সমর্থকরা এমনকি তাদের দাবি ক্লাবের যে কটি নতুন স্বাক্ষর করা হয়েছে সে কটি অযৌক্তিক।
বর্তমানের এই সরগরম পরিস্থিতিতে অন্তিম বিচার কি হয় সেটা কিন্তু সময়ের অপেক্ষা। তবে কোচ কুয়াদ্রত আর কত দিন সময় পান সেটিও একটি প্রশ্ন চিহ্ন রেখে যায়