দিল্লি: আইলিগ কবে শুরু হবে তার সূচী এখনও প্রকাশিত না হলেও , বড়সড় চমক নিয়ে এলো শ্রাচী গ্রুপ| শ্রাচী স্পোর্টস, দলের বড় অংশের মালিকানা নেওয়ার পর আই লিগের আর্থিক সমস্যার জর্জরিত ক্লাব রাজস্থান ইউনাইটেডের নাম পরিবর্তিত হয়ে শ্রাচী রাজস্থান টাইগার্স হচ্ছে।
এই দলেই যোগ দিচ্ছেন একসময়ে ভারতের জার্সিতে দাপিয়ে খেলা বঙ্গ ডিফেন্ডার নারায়ণ দাস। ৩০ বছর বয়সী এই বঙ্গসন্তান, টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসে পৈলান অ্যারোজ, ডেম্পো, এফসি গোয়া, ইস্টবেঙ্গল, পুনে সিটি, ওড়িশা এফসি, চেন্নাইয়িন এফসি-র হয়ে আই লিগ ও আইএসএলে খেলেছেন। গতবছর এফসি গোয়ায় থাকলেও একেবারেই খেলার সুযোগ পাননি একসময়ের এই প্রতিশ্রুতিমান ফুটবলার। তাই আবার নিজেকে প্রমাণ করতে এবার শ্রাচী রাজস্থান টাইগার্সের জার্সি গায়ে আই লিগে মাঠে নামতে দেখা যাবে নারায়ণ দাস কে।এই দলের কোচ হিসাবে দায়িত্বে রয়েছেন বাংলাদেশ জাতীয় দল ও ঢাকা আবাহনীকে কোচিং করিয়ে আসা ৩৮ বছর বয়সী পর্তুগিজ কোচ মারিও লেমোস।
শ্রাচী গ্রুপ নিজেদের দলেকে শক্তিশালী তৈরি করতে কোন খামতি রাখছে না| সূত্র অনুযায়ী জানা যাচ্ছে বেশ কিছু নামি বিদেশি ফুটবলারদের সাথে তাঁদের ইতিমধ্যে কথা এগিয়ে গিয়েছে কিছুদিনের মধ্যে নাম ও প্রকাশ করে ফেলবেন তারা|