কলকাতা:- ময়দান সরগরম নতুন দ্রোণাচার্যের সন্ধানে, কানাঘুষো চলছে লাল হলুদ এর নতুন কোচ কে হবে সেটির উত্তর পরিদর্শনে। গত সোমবারই কোচ পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্লেস কুয়াদ্রত। দলের এক কার্যনির্বাহী কমিটির বৈঠকে নিজের ইচ্ছায় দলের কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রফেসর।
তারপর থেকেই ময়দানের এক স্বর, কে হবেন পরবর্তী কোচ। অন্তর্বর্তী সময় হিসেবে ইস্টবেঙ্গলের সিএফএল কোচ বিনো জর্জ এর ওপরই সামগ্রিক দায়িত্ব এসেছে, তবে সুদূরপ্রসারী ক্ষেত্রে কে হবেন যোগ্য উত্তরসূরি?
ইস্টবেঙ্গলের নতুন কোচ কে? চারিদিকে নানান নাম!
লিস্টে রয়েছে ইভান ভুক্মনোভিচ থেকে লোপেজ হাবাসের নামটিও তবে জোড়ালো হিসেবে বর্তমানে উঠে আসছে রোকার নাম।
সবথেকে বেশি জোড়ালো বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচ অস্কার ব্রুজো এর নাম। গত ৬ বছর ধরেই বাংলাদেশের অন্যতম দল বসুন্ধরা কিংসের সাথে যুক্ত রয়েছেন তিনি। ৬ বছরে মোট ১১ টা শিরোপা আছে তার ক্যাবিনেটে তবে সেখানে রয়েছে একাধিক সমস্যা।
বর্তমানে পরিস্থিতি অনুযায়ীই ফ্রী রায়েছেন তিনি। এমনকি মুম্বাই সিটি থেকে স্পোর্টিং গোয়া এর মতন দলের সাথে কোচিং করিয়েছেন তাই ভারতীয় ফুটবল তার কাছে অজানা নয়।
সূত্র মারফত জানা যাচ্ছে অস্কারের সাথে যোগাযোগ করেছে লাল হলুদ কর্তৃপক্ষ তবে সমস্যা অর্থের পরিমাণ। প্রায় কয়েক কোটির হিসেব গুনতে হতে পারে ইস্টবেঙ্গলকে।
কিন্তু বিকল্প হিসেবে বর্তমানে ইস্টবেঙ্গলের নজর রয়েছে প্রাক্তন কেরালা কোচ ইভান এর ওপর কিন্তু পারিবারিক সমস্যার জন্য সেই সূত্র কোথাও গিয়ে যেনো ফিকে হয়ে যাচ্ছে।