Home EURO CUP ইউরো কাপের সেমিতে নামার আগে আইনি জটিলতার মুখে স্পেনের এই তারকা ফুটবলার

ইউরো কাপের সেমিতে নামার আগে আইনি জটিলতার মুখে স্পেনের এই তারকা ফুটবলার

0

জার্মানি : চলতি ইউরো কাপে নজরকারা পারফরমেন্সের জেরে সোশ্যাল মিডিয়াতে লাইমলাইটে স্পেনের ওয়ান্ডার বয় ইয়ামাল ।স্পেনের হয়ে ইতিহাস ও গড়ে ফেলেছেন এই ওয়ান্ডার বয়, মাত্র ১৬ বছর বয়সে ইউরো কাপে খেলছেন তিনি। তবে ইউরোয় খেলা সর্বকনিষ্ঠ এই ফুটবলার গ্রুপ পর্বের তিন ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি জার্মানির নিয়মের যাঁতাকলে পরে। খেলা শেষ হওয়ার আগেই কোচ না চাইলে ও পরিবর্তিত হতে হয়েছে তাকে। নেপথ্যে জার্মানির শিশুশ্রম আইন।

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৮৬ মিনিট, ইতালির বিপক্ষে ৭১ মিনিট ও আলবেনিয়ার বিপক্ষে ১৯ মিনিটের মাথায় ইয়ামালকে তুলে নিয়েছেন স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে। জার্মানির আইন অনুযায়ী ইয়ামাল নাবালক। তাই তাকে তুলে না নিলে জরিমানা দিতে হতো স্পেনকে।
জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী, নাবালকদের স্থানীয় সময় রাত ৮টার পরে কাজ করানো বেআইনি। খেলোয়াড়দের ক্ষেত্রে সময়সীমা রাত ১১টা পর্যন্ত। ইউরোয় জার্মানিতে শেষ খেলা শুরু হচ্ছে স্থানীয় সময় রাত ৯টায় ,তা শেষ হতে হতে ১১টা পেরিয়ে যাচ্ছে। সেই কারণে গ্রুপ পর্বের তিনটি ম্যাচে ইয়ামালকে তুলে নিতে বাধ্য হয়েছেন ডে লা ফুয়েন্তে। না তুললে শিশুশ্রম আইনে এক ম্যাচের জন্য ২৭ লক্ষ টাকা জরিমানা দিতে হতো স্পেনের ফুটবল সংস্থাকে।
কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে স্পেনের ম্যাচ শুরু হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। তাই সেই ম্যাচে ইয়ামালকে খেলাতে কোনো সমস্যা হয়নি। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার বিপক্ষে রাত ৯টায় খেলা শুরু হলেও ইয়ামাল পুরো ম্যাচ খেলেছেন। নকআউট হওয়ায় তাকে তোলেননি কোচ।

স্পেনের কোচ ডে লা ফুয়েন্তে সাফ জানিয়ে দিয়েছেন, যখন ইয়ামালকে পুরো ম্যাচ খেলানোর প্রয়োজন হবে, তিনি খেলাবেন। আইনের কথা ভাববেন না। এবারের ইউরোয় এখন পর্যন্ত ইয়ামাল গোল করতে না পারলেও করিয়েছেন গোল , দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছেন। তাই তাকে খেলাতে গিয়ে যদি জরিমানা দিতে হয় তাতেও রাজি স্পেন।কারণ এখন তাঁদের লক্ষ্য শুধু চার নম্বর বারের জন্য ইউরো কাপ জেতা।

Exit mobile version