Home Cricket আবারো কি নেতৃত্বের ভার উঠতে চলেছে কোহলির হাতে ? আভাস তেমনই !

আবারো কি নেতৃত্বের ভার উঠতে চলেছে কোহলির হাতে ? আভাস তেমনই !

0

কলকাতা: শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল বা ঋষভ পন্থ- কাউকেই নেয়নি বা নিতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমনকী ফাফ দু প্লেসিকেও।

 

ফলে বিরাট কোহলি ছাড়া এই দলে অধিনায়ক হওয়ার যোগ্য মুখ নেই। যতই ভুবনেশ্বর কুমারকে নেওয়া হোক না কেন। গ্লেন ম্যাক্সওয়েলকেও নেয়নি আরসিবি।সামগ্রিকভাবে দলের ভাবনাচিন্তায় অভিনবত্বের ছোঁয়া। তারকা বা বড় নামের পিছনেও বিশেষ ছোটেননি আরসিবি কর্তারা। আইপিএলে যে দলগুলি খেতাব জেতেনি, আরসিবি তাদের অন্যতম। বিরাট বারবার বলে থাকেন, আরসিবি জেতার স্বপ্নপূরণ করতে চান। নেতৃত্বের ব্যাটন নিয়ে তিনিই গাইড করবেন দলকে।

আইপিএল নিলামের আগে আরসিবি ধরে রেখেছিল বিরাট কোহলি, রজত পাটীদার, যশ দয়ালকে। রজতকে অধিনায়ক করার সম্ভাবনা ক্ষীণ। আরসিবি ৮ বিদেশিকে নিয়ে ২২ জনের দল গড়েছে। বিরাট কোহলির সঙ্গে একদিন ওপেন করতে দেখা গিয়েছে ফাফকে। এবার ফিল সল্টই নামবেন ওপেন করতে। ফলে তাঁদের ওপেনিং জুটি বিস্ফোরক হতেই পারে।জশ হ্যাজলউডের সঙ্গে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার থাকায় আরসিবির পেস বোলিং আক্রমণ সমীহযোগ্য। এই বিভাগ বারবারই ভুগিয়েছে আরসিবিকে। ব্যাটিং বিভাগও শুধু তারকাদেরই উপর নির্ভরশীল থাকছে না। টপ বা মিডল অর্ডারে কার্যকরী প্লেয়ারদেরই নেওয়া হয়েছে।

 

আরসিবিতে ব্যাটার হিসেবে কোহলির সঙ্গে রয়েছেন পাটীদার, টিম ডেভিড, মনোজ ভাণ্ডাগে, দেবদত্ত পাড়িক্কল ও স্বস্তিক চিকারা। উইকেটকিপার ফিল সল্ট, জিতেশ শর্মা। পেস বোলিং অলরাউন্ডার শুধু রোমারিও শেফার্ড।বাকি সমস্ত অলরাউন্ডারই স্পিন বোলিং করেন। সেই তালিকায় রয়েছেন লিয়াম লিভিংস্টোন, ক্রুণাল পাণ্ডিয়া, স্বপ্নিল সিং, জ্যাকব বেঠেল ও মোহিত রাঠী। স্পিনারদের মধ্যে নেওয়া হয়েছে সুযশ শর্মা ও অভিনন্দন সিংকে। পেসাররা হলেন জশ হ্য়াজলউড, যশ দয়াল, রসিখ সালাম, নুয়ান তুষারা ও লুঙ্গি এনগিডি।

ইমপ্যাক্ট প্লেয়ার-সহ আরসিবির সেরা ১২-

 

বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটীদার, লিয়াম লিভিংস্টোন , জিতেশ শর্মা(উইকেটকিপার) , টিম ডেভিড , ক্রুনাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল

ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়াশ শর্মা

Exit mobile version