Home Football আনোয়ার কাণ্ডে মানহানির মামলা দিল্লী এফসির, আইনি জটিলতায় মোহনবাগান

আনোয়ার কাণ্ডে মানহানির মামলা দিল্লী এফসির, আইনি জটিলতায় মোহনবাগান

0

কোলকাতা:-আসন্ন মরশুমকে মাথায় রেখে দল গড়তে ব্যস্ত কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। তবে তাদের কপালে চিন্তার ভাঁজ এখন আনোয়ার আলীর বর্তমান পরিস্থিতি। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের টানাপোড়নের মাঝেই শোনা যাচ্ছে, আইনি ছাড়পত্র ছাড়া দলবদল করতে পারবেন না আনোয়ার।অর্থাৎ কিছু নিয়মের জন্যই মোহনবাগানে থাকতে হতে পারে আনোয়ারকে।

গতকাল রাতে মোহনবাগান নিজেদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওর কারণে নতুন করে তৈরি হয়েছে সমস্যা | কোর্টের আইনি জটিলতায় মুখে পড়তে হতে পারে মোহনবাগান সুপার জায়ান্টকে। সূত্র মারফত জানা যাচ্ছে , এই পোস্ট কে ঘিরেই মানহানির মামলা দায়ের করতে চলেছে দিল্লী এফসি।

দিল্লি এফসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘যে সব সংস্থা ও ব্যক্তি ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মানহানির মামলা দায়ের করা হয়েছে। যারা এই কাজ করবে, তাদের বিরুদ্ধে কোর্টে যেতে চলেছে ব্দিল্লি এফসি। মানহানির মামলার নোটিসে পোস্ট করা ভিডিওর স্ক্রিনশট দেওয়া হয়েছে।

দলবদলের মাঝপথ থেকেই আনোয়ার আলিকে নিয়ে বিপত্তিতে পড়তে মোহনবাগান দলকে। ফলে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে ফুটবল মহল। আনোয়ার শেষ পর্যন্ত কোন দলের জার্সি গায়ে চাপিয়ে এই মরসুমে মাঠে নামবে সেই দিকেই সবার চোখ রয়েছে এখন ।

Exit mobile version