Home Olympics অলিম্পিকের ইতিহাসে রেকর্ড! ভারতের দুই বিশ্ববিদ্যালয় থেকে 19 জন প্রতিযোগী প্যারিসে!

অলিম্পিকের ইতিহাসে রেকর্ড! ভারতের দুই বিশ্ববিদ্যালয় থেকে 19 জন প্রতিযোগী প্যারিসে!

0

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে অংশ নিচ্ছেন ১১৭ ক্রীড়াবিদ (রিজার্ভ-সহ)। এরপর হবে প্যারালিম্পিক্স। তাতে অংশ নিতে চলা ১৯ জনই দেশের ২টি বিশ্ববিদ্যালয়ের।

শিক্ষা প্রতিষ্ঠানের নিরিখে অলিম্পিয়ানদের দৌড়ে এবারও এগিয়ে ভুবনেশ্বরের কেআইআইটি ডিমড ইউনিভার্সিটি। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে যাচ্ছেন ৮ জন।

কেআইটিটি ও কেআইএসএসের কর্ণধার ড. অচ্যুত সামন্ত এক অনুষ্ঠানে জানিয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা প্যারিস অলিম্পিক্সে নামবেন তাঁদের প্রত্যেককে ৭ লক্ষ টাকা করে দেওয়া হবে। প্যারিস অলিম্পিক্সে ভালো পারফরম্য়ান্সে উদ্বুদ্ধ করতেই এই পদক্ষেপ।

 

কেআইআইটি থেকে অবশ্য প্যারিস অলিম্পিক্সে ১২ জন ক্রীড়াবিদ যেতেন। তবে আভা খাটুয়া অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের পরও ছিটকে যাওয়ায় সংখ্যাটা আপাতত ১১। চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে ৮ জন ক্রীড়াবিদ অলিম্পিক্সের আসরে থাকছেন বলে জানা যাচ্ছে।

 

কেআইআইটি থেকে যাঁরা প্যারিসে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন তাঁরা হলেন- অমিত রুইদাস (হকি), কিশোর কুমার জেনা (জ্যাভলিন), পারুল চৌধুরী (৩০০০ মিটার স্টিপলচেজ ও ৫০০০ মিটার), প্রিয়াঙ্কা (২০ কিমি. রেস ওয়াক ও ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে), অন্নু রানি (জ্যাভলিন)।

এ ছাড়াও এই তালিকায় নাম রয়েছে জ্যোতি ইয়ারাজি (১০০ মিটার হার্ডলস), তাজিন্দরপাল সিং তোর (শটপাট), প্রাচী (ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে টিম), অঙ্কিতা (৫০০০ মিটার), পরমজিৎ সিং বিস্ত (২০ কিমি. রেস ওয়াক) ও সুরজ পানওয়ার (ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে টিম)।

 

উল্লেখ্য, এই ডিমড ইউনিভার্সিটি থেকে রিও, টোকিও ও প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া বা যোগ্যতা অর্জনকারীদের সংখ্যা ২০। ২ প্যারালিম্পিয়ানও রয়েছেন। এ ছাড়া ৭ জন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার পেয়েছেন।

চণ্ডীগড় ইউনিভার্সিটির যে ৮ জন ক্রীড়াবিদ প্যারিস অলিম্পিক্সে নামতে চলেছেন তাঁরা হলেন- ভজন কৌর (তিরন্দাজি), অর্জুন বাবুটা (শ্যুটিং), সঞ্জয় (হকি), ঋতিকা হুডা (কুস্তি), আকাশদীপ সিং (রেস ওয়াকিং), পলক কোহলি (প্যারা ব্যাডমিন্টন), যশ (কায়াকিং), অরুণা তনওয়ার (তাইকোন্ডো)

 

Exit mobile version