কলকাতা:- ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ড। ফুটবলের ভাষায় অনেকে আবার বলেন ” থিয়েটার অফ ড্রিমস” । অর্থ্যাৎ স্বপ্নের প্রেক্ষাগৃহ, যেখানে তৈরি হয় ফুটবলের স্বপ্ন এবং বাস্তবায়িত হয় খেলোয়াড়দের হাত ধরে। ম্যানচেস্টার ইউনাইটেড এর কোচ তখন স্যার আলেক্স ফার্গুসন। জৌলুস থেকে শিরোপা কোনো কিছুই কম ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড এর । সব দিক থেকেই এগিয়ে ছিল তারা কিন্তু বর্তমান দিনে সেই দল নিয়েই রীতিমত হিমসিম খাচ্ছে যে কোনো ম্যানেজার বা কোচ। এরিক টেন হ্যাগ থেকে ওলে গুনা সলসেকার। তবে চলতি বছরের নয়া দ্রোণাচার্য রুবেন আমরিম এর আসার পর থেকে এখনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য ম্যানচেস্টার ।
শুক্রবার ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিক বিলবাও। এই ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রুবেন আমোরিমের দলের দুর্দান্ত সাফল্য, ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোল ১০ জনের বিলবাওয়ের সঙ্গে যেন ছেলেখেলা করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
বিলবাও এর বিরুদ্ধে জয় নিয়ে নানা দিকে মত থাকলেও এই জয় ইউনাইটেডকে শিরোপার অনেকটা কাছে এনে দিয়েছে । ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলের ফলে সুবিধাজনক জায়গায় রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
ম্যাচ শেষে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। প্রকৃতপক্ষে চমকপ্রদ পারফরম্যান্স এই পর্তুগিজ তারকার , সেই নিয়ে তিনি বলেছেন যে ” আমার বিশ্রাম নেওয়ার কোনো ইচ্ছা নেই , বিশ্রাম করলে খেলা থেকে অনেকটা দূরে সরে যাব। অবসর নেওয়ার পর যখন মৃত্যুর জন্যে অপেক্ষা করব তখন বিশ্রামের অনেক সময় থাকবে ”
বিলবোও বধ করে আগামী সপ্তাহে আবারো দ্বিতীয় লেগের জন্য তৈরি ইউনাইটেড । অপরদিকে বোডো কে প্রথম লেগে পরাস্ত করে ফাইনালের অনেকটা কাছে টটেনহ্যাম হটস্পার্স। ফলত ইউরোপা লিগের ফাইনালে হতেই পারে একটি ইংলিশ যুদ্ধ ।