Home Football Indian Football অন্তিম ২৪ জনের মধ্যে ভারতীয় কোচের আসনে বসবে কে ? শেষ চব্বিশে...

অন্তিম ২৪ জনের মধ্যে ভারতীয় কোচের আসনে বসবে কে ? শেষ চব্বিশে রবি কিন ও নিল টেলর

0

এএফসি ওয়ার্ল্ড কাপের তৃতীয় পর্বে উঠতে না পারায় তার জন্য দোষী সাব্যস্ত করা হয় ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাক। এর দায়ে বরখাস্ত করা হয় ভারতীয় কোচ ইগর স্টিম্যাচকে। এরপরে ভারতীয় ফুটবলে কোচের স্থান পূরণের জন্য বিজ্ঞাপন দেয়া হয় এআইএফএফ এর নির্দেশে। সেখানে ২৯১ জন আবেদন জানায় , এবং সেখান থেকে ২৪ জনকে চূড়ান্ত করা হয় ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য বলেছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তিনি আরো জানিয়েছেন জুলাই মাসের মধ্যেই ভারতীয় ফুটবল দলের নতুন কোচ নির্বাচন হবে l

৩ জুলাই আবেদনপত্র পাঠানোর শেষ দিন ছিল। সেখানে দেশ-বিদেশ মিলিয়ে মোট ২৯১ জন আবেদন পত্র পাঠিয়েছে। এর মধ্যে ১০০ জনের উয়েফা প্রো লাইসেন্স রয়েছে। ২০ জনের এএফসি প্রো লাইসেন্স রয়েছে এবং এছাড়াও রয়েছে রবি কিন ও নিল টেলর মত সফল কোচের আবেদন পত্র।

এ বিষয়ে কল্যাণ চৌবে বলেন আবেদনপত্রের তালিকায় বেশ কিছু বড় নাম আছে। যারা ভারতীয় ফুটবল দলের উন্নতিতে সাহায্য করতে পারবেন। এবং ভারতীয় ফুটবল কে এক সম্মানীয় স্থানে নিয়ে যাবেন। এবং তিনি এটাও বলেন ফিফার সূচির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে জুলাইয়ের শেষের দিকেই কোচ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।

সহ-সভাপতি এন এ হ্যারিসের নেতৃত্বাধীন একটি কমিটি চূড়ান্ত তালিকা তৈরি করে তা কার্যনির্বাহী কমিটিকে জমা দেবে।

পাঁচ বছর ধরে কোচ থাকার পর জুন মাসেই বরখাস্ত করে দেয়া হয় ইগর স্টিম্যাচকে। ভারতীয় ফুটবল দলের খারাপ প্রদর্শনের জন্য, এই নিয়ে ইগর স্টিম্যাক চরম নিন্দা করে ভারতীয় ফুটবল ফেডারেশনের। কিন্তু সেই সব অভিযোগের গুরুত্ব না দিয়ে নতুন কোচ নির্বাচনের মধ্যে দিয়ে নতুন পর্ব শুরু করতে চায় বলে জানান এআইএফএফ।

Exit mobile version