চেন্নাই: জয় ছিল সময়ের অপেক্ষা। শুধু দেখার ছিল কতক্ষণে সেটা আসে। চতুর্থ দিনের শুরুতেই টেস্ট পকেটে পুরে নিলেন রোহিতরা। বাংলাদেশ অধিনায়ক শান্তর মরিয়া লড়াই সত্ত্বেও মাত্র ২৩৪ রানে থেমে গেল টাইগারদের গর্জন। ফের ভেলকি দেখালেন অশ্বিন। তাঁর ৬ উইকেটে প্রথম সেশনের আগেই শেষ চেন্নাই টেস্ট। ৩ উইকেট নিয়ে সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজাও। ব্যাটিংয়ের পর বল হাতেও সফল দুই তারকা। ভারত জিতল ২৮০ রানে।
চেন্নাইয়ে সকাল থেকে আকাশ মেঘলা। আগের দিনও কম আলোর জন্য খেলা তাড়াতাড়ি শেষ করে দিতে হয়। এদিন সকালে ভারতের হয়ে বোলিং আক্রমণে আসেন মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহ। যদিও তাঁদেরকে সামলে দিলেন বাংলাদেশের দুই ব্যাটার। অবশেষে রোহিত এক প্রান্ত থেকে নিয়ে আসেন জাদেজাকে। চতুর্থ দিনের পিচে বল বিরাট টার্ন নিচ্ছে। তার পরই আসেন অশ্বিন। সকালে যেটুকু প্রতিরোধ ছিল, সেটাও হারিয়ে গেল অশ্বিনের স্পিন ধাঁধায়।
চেন্নাই টেস্টের প্রথম দিনের কিছুটা বাদ দিয়ে ভারতের দখলে ছিল। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অশ্বিন। পরে বুমরাহ দাপটে মাত্র ১৪৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান শুভমান গিল ও ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনেই সেঞ্চুরি করলেন পন্থ। তিনি করলেন ১০৯ রান। অন্যদিকে প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে গিল করলেন অপরাজিত ১১৯ রান। ২২ রান করে অপরাজিত রইলেন কেএল রাহুলও। ৪ উইকেট হারিয়ে ভারতের রান যখন ২৮৭, তখন ডিক্লেয়ার করে দেন অধিনায়ক রোহিত। এত বড় রানের গণ্ডি টপকানো যে একপ্রকার অসম্ভব, সেই দেওয়াল লিখন পড়াই যাচ্ছিল। অবশেষে চতুর্থ দিনেই টাইগারদের খাঁচায় পুরে ফেলল ভারত।