Home Football লাল হলুদ জার্সিতে অভিষেক গোল আনোয়ারের, অপমান ও কটাক্ষের যোগ্য জবাব দিলেন...

লাল হলুদ জার্সিতে অভিষেক গোল আনোয়ারের, অপমান ও কটাক্ষের যোগ্য জবাব দিলেন প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার

0

কলকাতা:– অবশেষে অভিশাপ থেকে মুক্তি দীর্ঘদিনের অপমান কটাক্ষের জবাব দিলেন প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার ও বর্তমান ইস্টবেঙ্গল তারকা আনোয়ার আলী। দীর্ঘ তিন থেকে চার মাস কলকাতা ময়দানে জ্বলন্ত নাম আনোয়ার, তার দল বদলের ইতিহাস এবং ঘটনার যেন সারা ফেলে দিয়েছিল এবং তার পর থেকেই তাকে নিয়ে নানা রকম কটাক্ষ।

এর মাঝে কোথাও যেন নিজের ফুটবলটাকেই ভুলে গিয়েছিলেন ভারতীয় দলের ডেফিন্ডার অবশেষে সব কিছু ভুলে ঘুরে দাঁড়ালেন তিনি। লাল হলুদ জার্সিতে অভিষেক গোল করলেন আনোয়ার আলী।

একসময় পরিস্থিতি এমন ছিল যে কোন দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে তাকে সেটা নিয়ে রীতিমতো আশঙ্কার মেঘ জমে ছিল আকাশে তাকে নিয়ে সমাজ মাধ্যমে মোহনবাগান সমর্থকরা রীতিমত ট্রল করেন। এমনকি বিতর্কের এমন সূত্রপাত যে মামলা হাইকোর্ট অব্দি গিয়েছিল এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে চার মাসের জন্য নির্বাচিত করেছিলেন পরবর্তীকালে সেই সিদ্ধান্তের স্থগিতাদেশ জারি করেছিল দিল্লি হাইকোর্ট।

দিল্লি হাইকোর্টের সূচনার পরেই ইস্টবেঙ্গলের সঙ্গে যাত্রা শুরু করে আনোয়ার তবে শুরুটা একেবারেই ভালো যায়নি কেরালার বিরুদ্ধে ম্যাচে তার একটি ভুলের কারণে গোল খায় ইস্টবেঙ্গল। এবং সেটা নিয়েও তৈরি হয় একাধিক বিতর্ক। এমনকি কলকাতার আরবিতেও আনোয়ার নিজের সেরাটা দেখাতে পারেননি।

কিন্তু কথায় আছে মোক্ষম খেলোয়াড়ের দাওয়াই শেষ রাতে। এশিয়ার মঞ্চে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নিন্দুকদের কঠোর জবাব দিলেন আনোয়ার আলী। বসুন্ধরা কিংসকে ৪–০ বলে পরাস্ত করেছে ইস্টবেঙ্গল যার মধ্যে চতুর্থ গোলটা স্বয়ং দিয়েছেন তিনি।

খেলার ৩৩ মিনিটের মাথায় বাঁ পায়ের একটি জোরালো বাঁকানো শটে এক পলকের মধ্যে বসুন্ধরা ডিফেন্সের ওপর থেকে বল জলে জড়িয়ে দেন তিনি এই গোলের দরুন রীতিমতো ভুটানের পাহাড়ে মশালের আগুন যেন দীপ্তিমান হয়ে জ্বলল।

ম্যাচ শেষে আনোয়ার জানান, “এত বড় মঞ্চে গোল করে আমি আজ খুব খুশি, আমি অনেক অপেক্ষা করেছি এই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে নিজের প্রথম গোলের জন্য।”

Exit mobile version