Home Football যুবভারতীতে ক্রিকেটে মজলেন মোহনবাগান তারকারা, শহরে ফিরল আপুইয়া 

যুবভারতীতে ক্রিকেটে মজলেন মোহনবাগান তারকারা, শহরে ফিরল আপুইয়া 

0

কলকাতা:- আইএসএল কাপ এর হাতছানি বাগান শিবিরে। এখনও প্রতিপক্ষেনির্ধারিত হয়নি মোহনবাগানের। নর্থইস্ট নাকি খালিদ জামিলের জামশেদপুরে? কাদের বিরূদ্ধে নামতে চলেছে হোসে মলিনার দল এই নিয়ে এখনো রয়েছে প্রশ্ন। এই সবকিছুর মাঝেই জোর কদমে অনুশীলন চালাচ্ছে সবুজ মেরুন শিবির । যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন কেন্দ্রে আজ ক্রিকেটের নেশায় মজলেন বাগান তারকারা। জেসান কামিংস থেকে দীপক তাংড়ি সহ সাহাল আব্দুল সামাদ সকলেই নিজেদের প্রতিভা দেখাতে পিছুপা হয়নি। ক্রিকেটীয় অনুশীলনের মাঝেই ভারতের শিবির থেকে দলে ফিরলেন নির্ভরযোগ্য মিডফিল্ডার আপুইয়া।

মালদ্বীপ এবং বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ দুটিতে মোহনবাগানের শিবির থেকে গেছে প্রায় পাঁচটি খেলোয়াড় । গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর আজ শহরে ফিরলেন আপুইয়া । এয়ারপোর্ট থেকে গাড়ি ধরে একেবারে সোজা হাজির হলেন যুবভারতী অনুশীলন কেন্দ্রে, কথা বলে নিলেন হোসে মলিনার সাথে। অনুশীলন কেন্দ্রে ঢোকার সময় খানিক ইতস্তত বোধ করেই হাঁটতে দেখা যায আপুইয়াকে। তবে সুত্র অবলম্বন করে, এখনও তার কোন চোটের বিষয়ে জানা যায়নি।

তবে আজ মোহনবাগান অনুশীলনে নজর কেড়েছেন বাগানের বিদেশি সহ আরো বাকি তারকারা। প্র্যাকটিসের তাবু পড়লেই ফুটবলটিকে দূরে সরিয়ে রেখে খানিক খোশ মেজাজে নিজেদের মধ্যে ক্রিকেট খেলে নিলেন মোহনবাগানের সমস্ত খেলোয়াড়। অস্ট্রেলিয়ান তারকা জিসান কামিংস ছিলেন আজকের ক্রিকেট খেলার কেন্দ্রবিন্দু। বোলিং হোক কিংবা ব্যাটিং একাই একশো জিসান কামিংস এবং একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে ফেলে চলেছেন সাহাল আব্দুল সামাদ এবং দীপক তাংড়ি। ক্রিকেটের মেজাজ ফুরিয়ে গেলে আবারো নিজেদের আসল খেলায় ফিরে আসেন তারা । আজ মূলত হোসে মলিনার তত্ত্বাবধানে চলে একাধিক শুটিং এবং পাসিং ড্রিল। তবে সবকিছুর মাঝেও একটু দূরে থেকেই রিহ্যাব সারলেন মানভিড় সিং।

Exit mobile version