Home Football ভারতীয় দলে ফিরলেন বিশাল কাইথ। উচ্ছ্বাস বাড়লো ভারতীয় দলের ফ্যানদের

ভারতীয় দলে ফিরলেন বিশাল কাইথ। উচ্ছ্বাস বাড়লো ভারতীয় দলের ফ্যানদের

0

ভিয়েতনামের ত্রিদেশীয় ফ্রেন্ডলি প্রতিযোগিতায় ভারতীয় দলে ফিরলেন মোহনবাগানের গোলরক্ষক

বিশাল কাইথ । ত্রিদেশীয় ফ্রেন্ডলি প্রতিযোগিতা উপলক্ষে সোমবার দিন অর্থাৎ 30.9 .2024 তারিখ,২৬ জনের দল ঘোষণা করে কোচ মানোলো মার্কেস। সেখানে শুভাশিস বসু, রহিম আলীর মতন একাধিক খেলোয়াড় কে আমরা তালিকায় দেখতে পাই। এছাড়া

মোহনবাগানের ছয়ও ইস্টবেঙ্গলের তিন ফুটবলারদের নাম আমরা সেই তালিকায় দেখতে পাই। কিন্তু অন্য দিক থেকে দল থেকে বাদ পড়ছে ইস্টবেঙ্গল এর খেলোয়াড় নাও রেম ও প্রভসুখান সিং গিল এর্ মোতো দক্ষ খেলোয়াড়রা । তবে ৯অক্টোবর ভিয়েতনামের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের ,হয়তো সেই ম্যাচেই বিশাল কে আমরা ভারতের হয়ে মাঠের ওই তিন কাঠির তলায় দাঁড়াতে দেখব, এবং দ্বিতীয় ম্যাচ ভারতের ১২ই অক্টোবর লেবাননের বিরুদ্ধে। এবং এই দুই একাদশেই ভারতীয় গোলরক্ষক হিসেবে বিশাল কে হয়তো মাঠে দেখা যেতে পারে ।

পুরো দমে শুরু হয়ে গিয়েছে আইএসএল। তার মাঝেই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ঘটনাচক্রে ভারতের কোচ আবার একই সঙ্গে এফসি গোয়ারও কোচ। তবে ভিয়েতনামে কঠিন পরীক্ষা অপেক্ষা করে থাকবে মানোলোর জন্য। ভিয়েতনামের র‍্যাঙ্কিং ১১৬। এছাড়াও এই টুর্নামেন্টে আছে লেবাননের মতো দল। যাদের র‍্যাঙ্কিং ১১৪। ভারত সেখানে ১২৬ নম্বরে। ইন্টারকন্টিনেন্টাল টুর্নামেন্ট হয়েছিল হায়দরাবাদে। এবার বিদেশের মাটিতে কড়া চ্যালেঞ্জ থাকবে ভারতীয় দলের জন্য l

ঘোষিত দলে গোলকিপার হিসেবে আছেন বিশাল কাইথ ও গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং। ইন্টারকন্টিনেন্টাল কাপের দলে ছিলেন না বিশাল। দুরন্ত ছন্দে থাকা মোহনবাগানের বিশালকে প্রথম গোলকিপার হিসেবে দেখার দাবিতে সরব ভক্তরা। মানোলো কী সিদ্ধান্ত নেন, সেদিকেও নজর থাকবে। ডিফেন্ডার হিসেবে থাকছেন নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, আকাশ সাংওয়ান, শুভাশিস বোস, আশিস রাই, মেহতাব সিং এবং রোশন সিং নাওরেম।

মাঝমাঠের শক্তি বাড়াবেন সুরেশ সিং, লালরিনলিয়ানা নামতে, জিকসন সিং, নন্দকুমার সেকার, ব্র্যান্ডন ফার্নান্দেজ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, লালেংমাওইয়া এবং ছাংতে। আক্রমণের দায়িত্বে থাকবেন এডমুন্ড লারিন্ডিকা, মনবীর সিং, ফারুক চৌধুরী, বিক্রম প্রতাপ সিং এবং রহিম আলি। মানোলোর জন্য আরও একটা চিন্তার বিষয় গোল করার লোকের অভাব। সুনীল ছেত্রীর জায়গা নেওয়ার কোনও যোগ্য উত্তরসূরি উঠে আসেন কিনা, সেটাও দেখতে চাইবেন ভক্তরা। সব মিলিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ভরাডুবি ভুলে কি ঘুরে দাঁড়াতে পারবে ভারত? উত্তরটা সময়ই দেবে।

Exit mobile version