Home Football নির্বাচন নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি মোহনবাগান শিবিরে, এজিএমে সময়মতো নির্বাচনের দাবি তুললেন সদস্যরা 

নির্বাচন নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি মোহনবাগান শিবিরে, এজিএমে সময়মতো নির্বাচনের দাবি তুললেন সদস্যরা 

0

কোলকাতা: মোহনবাগান ক্লাবে নির্বাচন নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি দেখা গেল আজ। সময় মত‘ নির্বাচন হোক’ এই দাবিতে শনিবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মধ্যে কথা কাটাকাটির রেশ পাওয়া গেল।

বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ শেষ হবে ২৮ শে মার্চ তার আগে সময়মতো নির্বাচন হোক এই নিয়ে দাবি তুলল সদস্যরা। এবারের বার্ষিক সভায় এই দাবির মূলত সবাই তুলেছে। প্রাক্তন সচিব সঞ্জয় বোস ও দেবাশীষ দত্তের মধ্যে বচসা হয় নির্বাচন নিয়ে। সভা চলাকালীন বর্তমান সচিব দেবাশিষ দত্তকে উদ্দেশ্য করে সৃঞ্জয় বোস বলেন,২০২১ সালে অত্যন্ত দক্ষভাবে, স্বচ্ছ্বভাবে ডিসেম্বর মাসে ইলেকশন বোর্ড গঠন করা হয়েছিল। আমার আশা ছিল, সেবার যেমন সময়মতো বোর্ড গঠন করা হয়েছিল, এবারও সেভাবেই সময়মতো নির্বাচনী বোর্ড গঠন হবে। কিন্তু যা পরিস্থিতি তাতে আর সময়মতো নির্বাচন হওয়া সম্ভব নয়। কবে নির্বাচন হবে সেটা যেন স্পষ্ট করে দেওয়া হয়।”

সৃঞ্জয় বোস এর সাথে সাথে সমর্থক রাও নির্বাচনের দাবি তুলতে থাকেন। কিছু সদস্যদের মধ্যেও কথা কাটা কাটি হয়। তবে বড় কোনো সমস্যা সৃষ্টি হয়নি এজিএমে। এই প্রসঙ্গে সৃঞ্জয় বোসের কাছে জানতে চাইলে এজিএমে সব কিছু ঠিকঠাকই হয়েছে, আমার কিছু নির্বাচন নিয়ে কথা ছিলো সেটা নিয়েই নানা রকম মন্তব্য আসছে। দেবাশীষ দত্ত জানিয়েছেন কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন। ১৪ ই ফেব্রুয়ারির মধ্যে মিটিং করবেন। তারা নির্বাচন নিয়ে যাদের বক্তব্য আছে তাদেরকে ডাকা হবে। মোহনবাগান এর প্রাক্তন সচিবের মুখে একটাই কথা, “অতী দ্রুততার সাথে নির্বাচন কমপ্লিট করতে হবে যেভাবে আগের নির্বাচন গুলি হয়েছিল।”

Exit mobile version