Home Cricket দ্বিতীয় টেস্ট থেকেও বাদ উইলিয়ামসন ! ভারতীয় দলেও হতে পারে বদল !

দ্বিতীয় টেস্ট থেকেও বাদ উইলিয়ামসন ! ভারতীয় দলেও হতে পারে বদল !

0

পুনে: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে সেই ম্যাচে খেলেননি কেন উইলিয়ামসন। টিম ইন্ডিয়া এবার মরিয়া থাকবে পুণেতে জয় তুলে নেওয়ার জন্য। যদিও সেই টেস্টেও কেন উইলিয়ামসনকে পাবে না কিউয়িরা। কুঁচকির চোট থেকে এখনও তিনি পুরোপুরি মুক্ত হতে পারেননি।

 

দিনকয়েক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। ২-০ ফলে সিরিজ হারে কিউয়ি ব্রিগেড। ওই সিরিজেই চোট পান উইলিয়ামসন। তার জেরেই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না ব্ল্যাক ক্যাপসের প্রাক্তন অধিনায়ক। যদিও ভারতের বিরুদ্ধে উইলিয়ামসনকে রেখেই দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। নির্বাচক স্যাম ওয়েলস জানিয়েছিলেন, আগামী দিনে যেন আর চোট না লাগে সেই কথা ভেবেই উইলিয়ামসনকে সিরিজের শুরুতে বিশ্রাম দেওয়া হয়েছিল।

অনুমান করা গিয়েছিল যে, বাকি দুটি টেস্টে খেলতে পারবেন উইলিয়ামসন। কিন্তু পুণেতেও নামা হবে না তাঁর। হেড কোচ গ্যারি স্টিড জানিয়ে দিয়েছেন, টেস্ট ক্রিকেটের জন্য যতটা ফিট হওয়া দরকার, ততটা হতে পারেনি উইলিয়ামসন। তিনি জানান, “কেন সঠিক দিকেই এগোচ্ছে। কিন্তু এখনও ও ১০০ শতাংশ ফিট হতে পারেনি। আমরা আশা করছি ও দ্রুত উন্নতি করবে এবং তৃতীয় টেস্টে কেনকে পাওয়া যাবে।”

 

অন্যদিকে ভারতীয় প্লেইং ১১ ও হতে পারে বদল । শুভমান গিল আসতে পারে ক্রমাগত অফ ফর্মে চলা কে এল রাহুলের জায়গায় । আসলে কেএল রাহুল বেশ কিছুদিন ধরেই কোন ফরমাটেই নিজের সেরাটা দিতে পারছে না। তাই ভারতীয় টিম নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রাহুলকে না খেলানোর দিকেই বেশি ঝুঁকে আছে। উল্লেখ্য দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের জন্য ওয়াশিংটন সুন্দরকে টিমের মধ্যে আনা হয়েছে। তাহলে কি তিনিও প্লেয়িং ইলেভেনে কোনরকম ভাবে ঢুকতে পারেন ? এই সব কিছুরই উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ২৪ শে অক্টোবর সকাল ন’টা পর্যন্ত ।

Exit mobile version